ভিসা ইন্টারভিউতে সফল হওয়ার উপায়
১। ইংরেজি উচ্চারণ –
ইন্টারভিউর সময় ভিসা অফিসার আপনাকে যখন প্রশ্ন করবে তখন উওর দেওয়ার সময় আপনি ব্রিটিশ অথবা আমেরিকান ইংরেজি উচ্চারণ ব্যবহার করবেন। সাধারণ বেঙ্গলি উচ্চারণ পরিহার করুণ
২। ইউনিক কিছু বলুন : ভিসা অফিসার আপনাকে যেসব প্রশ্ন করবে যার উত্তর একাধিক তখন আপনি তাকে সবাই যেটা বলে সেটা না বলে ইউনিক কিছু বলার চেষ্টা করুন।
যেমন ভিসা অফিসার প্রশ্ন করলো , ” আপনার নিজের সম্পর্কে কিছু বলুন।?
উত্তরে অধিকাংশ মানুষ এটা বলে যে, আমার নাম এটা, আমার জন্মতারিখ এটা, আমি থাকি ওখানে, হেনতেন ইত্যাদি যা অধিকাংশ আপনার ফাইলে জমা থাকা ডকুমেন্টে আছে যা সব ভিসা অফিসার আগে থেকেই জানে।
সুতরাং আপনি যখন এরকম উত্তর দিবেন তখন ভিসা অফিসার আগে অনেক বিরক্তবোধ করবে।
সুতরাং আপনার নিজের সম্পর্ক ভালো ইউনিক কিছু বলুন।
যেমন আপনার আইডল কে?
আপনি কি কাজ করতে ভালোবাসেন?
আপনার প্রিয় লেখক কে?
আপনার কি হওয়ার ইচ্ছা ইত্যাদি।
৩. নিজের ডকুমেন্ট স্টাডি করা :
ভিসা ইন্টারভিউতে ভিসা অফিসার আপনার ডকুমেন্ট সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন করবে। সুতরাং ভিসা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যেসব ডকুমেন্ট আপনি জমা দিবেন সে সব ডকুমেন্ট সম্পর্ক ভালো করে পড়াশোনা করুন। যেমন : জন্মতারিখ, সিজিপিএ, ব্যাংক স্পনসর সম্পর্কে , ব্যাকগ্রাউন্ড স্টাডি, ইত্যাদি
৪ । চুপ না থাকা : ভিসা ইন্টারভিউর সময় ভিসা অফিসার যখন প্রশ্ন করবে তখন যদি কোনো প্রশ্নের উওর আপনার জানা না থাকে তাহলে বলবেন আমি এটা জানি না।
অথবা কোনো প্রশ্ন যদি না বুঝে থাকেন তাহলে রিপিট করতে বলবেন ।
কোনো সময় চুপ করে থাকবেন না ।
৫। নিজের দেশ সম্পর্কে খারাপ কিছু বলবেন না ।
ভিসা অফিসার যখন প্রশ্ন করবে আপনার দেশ সস্পর্কে অথবা বলবে কেনো আপনি বাংলাদেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন পড়াশোনা করতে ?
তখন কখনোই নিজের দেশকে ছোট করবেন না।
অনেকেই বলে, ” আমার দেশের পড়াশোনার মান ভালো না তাই বিদেশ যাচ্ছি পড়াশোনা করতে। ”
এরকম উওর ভুলেও দিবেন না নিজের দেশকে ছোট করে। সূত্রঃ ফ্রেন্ডস কনসালটেন্সি
পরবর্তী র্সবাদ