--- বিজ্ঞাপন ---

ভারতে প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি

0

নিউজ ডেস্ক: ভারতে প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি সোমবার জারি হয়েছে। এই দফায় নির্বাচন হবে ১১ এপ্রিল। গত ১০ মার্চ তফসিল ঘোষণার দিন জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর আজ থেকে শুরু হচ্ছে ভোট প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া। প্রথম দফার নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৫ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই করা হবে ২৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ।
ভারতে এ বছর লোকসভা নির্বাচন হবে ৭ দফায় প্রায় দুই মাস ধরে।  ফল প্রকাশিত হবে ২৩ মে।

উত্তরপূর্ব ভারতের আট রাজ্যেও প্রথম দফায় ১১টি আসনের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিকিম, অরুণাচল প্রদেশ,নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের সবকটি আসনে প্রথম দফায় ভোট হবে। সেই সঙ্গে আসামের পাঁচটি এবং ত্রিপুরা ও মণিপুরে একটি করে আসনে ভোট হবে ১১এপ্রিল। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনের জন্য।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.