--- বিজ্ঞাপন ---

জার্মানির রক্ষা, ওয়েলসের নাটকীয় জয়

0

নিউজ ডেস্ক: তারুণ্যের যাত্রার শুরুতে হোঁচট খেলো জার্মানি। গত মাসে জার্মানি দলের খোলনলচে পাল্টে ফেলেন কোচ জোয়াকিম লো। জেরোম বোয়াটেং, সামি খেদিরা, টমাস মুলারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে তারুণ্য নির্ভর দল সাজান জার্মানি কোচ। আর তরুণ দল নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টে হার দেখতে পারতেন লো। বুধবার প্রীতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের ১২ মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় সার্বিয়াই। আর সার্বিয়ানরা তা ধরে রাখে ম্যাচে ৬৯ মিনিট পর্যন্ত। খেলা শেষের ২০ মিনিট আগে  জার্মানিকে সমতায় ফেরান গোরেতসকা।

তবে জার্মানির ম্যানচেস্টার সিটি তারকা লেরয় সানেকে ফাউল করে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন সার্বিয়ান ডিফেন্ডার পাভকভ।

রাতের অপর প্রীতি ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ১-০ গোলে হারায় ওয়েলস। খেলার শেষ বাঁশির আগমুহূর্তে গোল নিয়ে জয় পায় ওয়েলশরা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.