--- বিজ্ঞাপন ---

সিরিজ বাঁচাতে পাকিস্তানের টার্গেট ২৬৭ রান

0

নিউজ ডেস্ক: হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের সামনে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ বাঁচাতে হলে তৃতীয় ওয়ানডেতে ২৬৭ রান করতে হবে স্বাগতিক পাকিস্তানকে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন অ্যারন ফিঞ্চ।

আগের দুই ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ফিঞ্চ আজও সেঞ্চুরির পথেই ছিলেন। ইয়াসির শাহের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লংঅনে ক্যাচ তুলে দেন। তার আগে ১৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৯০ রান করেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক।

ফিঞ্চের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অ্যালেক্স কেরির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন ম্যাক্সওয়েল। তার আগে ৫৫ বলে আটটি চার ও এক ছক্কায় ৭১ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া ৪৩ বলে ৪৭ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। শেষ দিকে ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন কেরি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৬/৬ (ফিঞ্চ ৯০, ম্যাক্সওয়েল ৭১, হ্যান্ডসকম্ব ৪৭, কেরি ২৫*)।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.