--- বিজ্ঞাপন ---

সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জার্মানি

0

নিউজ ডেস্ক: সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা আরো ৬ মাস বৃদ্ধি করলো জার্মানি। সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় সৌদি সংশ্লিষ্টতার পর দেশটির কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছিল জার্মানি। এ নিষেধাজ্ঞা বৃদ্ধির খবর নিশ্চিত করেছে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সাইবার্ট। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, এ বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। এই সময়ের মধ্যে সৌদি আরবের সঙ্গে নতুন করে কোনো অস্ত্র চুক্তি করবে না জার্মানি। গত বছর অক্টোবরে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে জার্মানি। একইসঙ্গে সৌদি আরবে অস্ত্র বিক্রি করা দেশগুলোকেও অস্ত্র বিক্রি না করার আহবান জানিয়েছে দেশটি। ফ্রান্স ও বৃটেনের উদ্দেশ্যে বলা হয়েছে, অস্ত্র বিক্রি করলেও সৌদি আরব যাতে সে অস্ত্র ইয়েমেনের সাধারণ মানুষ হত্যায় ব্যবহার না করে সেটি নিশ্চিত করতে হবে।।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.