--- বিজ্ঞাপন ---

নিজেকে ডক্টরেট দাবি করে ট্রলের শিকার শাকিব খান

0

ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। আজ ২৮ মে তিনি ক্যারিয়ারের ২০ বছরে পা রাখলেন। এমন একটি বিশেষ দিনেই কী না তিনি ভাইরাল হলেন নেট দুনিয়ায়। সেটাও হাসির খোরাক যোগানো বক্তব্যে।

সম্প্রতি একটি ফ্যাশন হাউজের সেহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সিনেমাতে ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতাকে তুলে ধরতে গিয়েই নায়ক এই মন্তব্য করেন।

কিন্তু বেরসিক অনলাইনবাসী সেটাকেই হাসির খোরাক করে নিয়েছে। যার ফলে সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে হাসির রোল।

অনুষ্ঠানে শাকিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’

শাকিব আরও বলেন, ‘এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস, ‘এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট ছবি পাসওয়ার্ড।’’

অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন দেশের শীর্ষ নায়ককে। তবে শাকিব খান ভক্তরা বরাবরের মতোই এই ভিডিওটিকে ছবির প্রচারণা হিসেবেই দেখছেন।

এই বক্তব্যে শাকিব খান তার অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়েও কথা বলেন। ‘নোলক’ নিয়ে সাংবাদিকদের এক বক্তব্যে শাকিব বলেন, ‘নোলকও পাসওয়ার্ডের মতো ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি এই ঈদে আসুক। আমার প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’

এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার, ২৮ মে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’

মোহাম্মাদ ইকবাল ও শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। ছবিটি নির্মাণ করেছেন মালেক আফসারী।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.