--- বিজ্ঞাপন ---

৪জি এবার দূরে। ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হল লেনেভো।

0

শাংহাইয়ে মোবাইল ওয়ার্ল্ড ২০১৯-এ ‘লেনোভো Z6 Pro 5G এডিসন 39; লঞ্চ করেছে এই ফোন প্রস্তুতকারক সংস্থা। এই ফোনের বিশেষত্ব হল, শুধু 5G নয়, 4G-তেও পাওয়া যাবে Z6 Pro।

লেনোভো Z6 Pro 5G এডিশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫০ মোডেম। এতে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে ১২ গিগাবাইট র‍্যাম। রয়েছে চারটি রেয়ার ক্যামেরা। এর মধ্যে ৪৮ এমপি সেন্সরের সঙ্গে একটি ১৬ এমপি সেন্সর যুক্ত ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ৮ এমপি সেন্সর যুক্ত টেলিফটো লেন্স এবং একটি দুই মেগাপিক্সেল সেন্সরযুক্ত ডেপথ সেন্সর রয়েছে।
লেনোভো Z6 Pro 5G এডিসনে সেলফির জন্য রয়েছে ৩২ এমপি সেন্সর-যুক্ত ক্যামেরা।

৪০০০ mAh ব্যাটারি চার্জের জন্য রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। তবে ভারতের বাজারে কবে পাওয়া যাবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি লেনোভো।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.