--- বিজ্ঞাপন ---

মুম্বাইয়ে দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত ২৭

0

চলতি দশকের সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় মুম্বাই ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যে মারা গেছেন অন্তত ২৭ জন, মঙ্গলবার মুম্বাইয়ের মালাডে ভারী বৃষ্টির কারণে দেয়াল ভেঙে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেয়াল ভেঙে পড়ার ঘটনায় আরো অনেকে আটকা পড়ে আছে বলে খবরে বলা হয়েছে। টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, ‘এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.