--- বিজ্ঞাপন ---

৪৩ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর করতে শ্রীলংকায় জল্লাদ নিয়োগ

0

দীর্ঘ ৪৩ বছর পর প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ২ জন জল্লাদকে নিয়োগ করেছে শ্রীলংকা। বিবিসির খবরে বলা হয়েছে সামনে ৪ টি মৃত্যুদণ্ড কার্যকর করতেই এই নিয়োগ। দেশটিতে ১৯৭৬ সালের পর থেকে আর কোন মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এ বছরের ফেব্রুয়ারি মাসে জল্লাদ পদের জন্য বিজ্ঞাপন দেয়। এতে ১০০টির বেশি আবেদন পরেছিল। বিজ্ঞাপনে প্রার্থীদের ‘শক্তিশালী নৈতিক চরিত্র’ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছিলো। যোগ্য প্রার্থীকে ‘মানসিকভাবে শক্ত’ হতে হবে এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী শুধুমাত্র শ্রীলংকান পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অবশেষে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। জল্লাদদের নিয়োগের পর দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ঘোষণা দিয়েছেন যে মাদক ব্যাবসার সাথে জড়িত ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শ্রীলংকায় খুন, ধর্ষণ এবং মাদক কারবারিদের জন্য শাস্তি হল মৃত্যুদণ্ড। কিন্তু শাস্তি ঘোষণা করা হলেও ১৯৭৬ সালের পর থেকে কোন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়না।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.