--- বিজ্ঞাপন ---

ভারতের বিদায়, ফাইনালে নিউজিল্যান্ড

0

টানটান উত্তেজনার লড়াইয়ে ভারতকে ১৮ রানে হারায় নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ভারতের ব্যাটিং বিপর্যয় ছিলো নজরে পড়ার মতো। ৪২ রানের মধ্যে যখন ৪ উইকেট চলে যায় তখনই সবাই প্রায় নিশ্চিত হয়ে যায় ভারত হারছে। শেষপর্যন্ত তাই হলো। প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বুধবার ভারতকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে নেয় উইলিয়ামসনের দলটি। টানটান উত্তেজনার লড়াইয়ে ভারতে ১৮ রানে হারায় তারা। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় কোহলিরা। নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়া রোহিত শর্মা ১, গত ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ১, এক নম্বর ব্যাটসম্যান বলে খ্যাত ভারতীয় দলপতি বিরাট কোহলি ১ রান করে ঘরে ফেরেন। দলীয় ২৪ রানের মাথায় ফেরেন ২৫ বলে ৬ রান করে দীনেশ কার্তিক। এরপর ৪৭ রানের জুটি গড়েন রিশব পান্ত-হার্দিক পান্ডিয়া। দলীয় ৭১ রানের মাথায় বিদায় নেন রিশব পান্ত। ৫৬ বলে চারটি চারের সাহায্যে পান্ত করেন ৩২ রান। দলীয় ৯২ রানের মাথায় বিদায় নেন হার্দিক পান্ডিয়া (৩২)। মিচেল স্যান্টনারের বলে দলপতি উইলিয়ামসনের তালুবন্দি হওয়ার আগে পান্ডিয়া ৬২ বলে দুই বাউন্ডারিতে করেন ৩২ রান। এরপর শেষ মুহূর্তে ধোনি-জাদেজার ১১৬ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল এশিয়ার দলটি। অর্থাত, শেষ ১৮ বলে ভারতের দরকার হয় ৩৭। ইনিংসের ৪৭তম ওভারে বোলিংয়ে আসেন বোল্ড। কিন্তু ঐ ওভারেই ভয়ঙ্কর জাদেজাকে ফিরিয়ে দেন বোল্ড। ৪৭.৫ ওভারের মাথায় বোল্ডের বলটি ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিদে দাঁড়িয়ে থাকা ইউলিয়ামসনের তালুবন্দি হন। সাজঘরে ফেরার আগে তিনি ৫৯ বলে চার বাউন্ডারি ও চার ছক্কায় ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। সতীর্থকে হারিয়ে পরের ওভারে হাত খুলে খেলার চেষ্টা করেন ধোনি। লুকি ফার্গুসনের করা ৪৯তম ওভারের প্রথম বলেই ছক্কা। ভারত শিবিরে তখন জয়ের উল্লাস। কিন্তু ঐ ওভারের তৃতীয় বলে ধোনির বিদায়ে ভারতের স্বপ্ন ভঙ্গ। ৭২ বল খেলে ৫০ রান করে বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। ওভারের শেষ বলে ভুবনেশ্বরকে শুন্য রানে ফিয়ে দেন। ৪৯ ওভার শেষে ৯ উইকেটে ভারতের দলীয় রান তখন ২১৭। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় তারা। বল হাতে ইংলিশদের পক্ষে ম্যাট হেনরি ১০ ওভারে ৩০ রানে নেন তিনটি উইকেট। এছাড়া বোল্ড ও স্যান্টনার নেন দুটি করে উইকেট।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.