--- বিজ্ঞাপন ---

তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।

0

দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র্য দূর করছে এমন দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতি বছর এই
তালিকা প্রকাশ করে।বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকের চলতি বছরের প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। সেখানে বলা
হয়েছে, বাংলাদেশের গ্রাম্য এবং শহুরে এলাকায় সমানতালে দারিদ্র্য দূর হচ্ছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১ বাস্তবায়নে কোনো দেশ কতটা উন্নতি করছে এই সূচক সেই ধারণা দেয়।প্রতিবেদনে ১০১টি দেশের বহুমাত্রিক দারিদ্র্যের চিত্র
তুলে ধরা হয়েছে। এর মধ্যে ৩১টি দেশকে বলা হয়েছে নিম্ন আয়ের, ৬৮টি মধ্যম এবং দুটি উচ্চ আয়ের।স্বাস্থ্য, শিক্ষা, কাজের সমতা এবং জীবনযাত্রার ধরনসহ মোট দশটি বিষয় বিবেচনা নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।তালিকায় দেখা গেছে, কম্বোডিয়া এবং ভারতের পাশাপাশি বাংলাদেশে দ্রুততম সময়ে দারিদ্র্য দূর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দারিদ্র্য নিয়ে বসবাসকারী শিশুদের হার বয়স্কদের থেকে দ্রুত কমে আসছে। বহুমাত্রিক দারিদ্র্য সূচকে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা একই। কিন্তু পাকিস্তানে বৈষম্য বেশি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.