--- বিজ্ঞাপন ---

বগুড়ার সোনাতলা ,কর্ণিবাড়ি ও ধুনট বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও ত্রানসামগ্রী বিতরন করা হয়

0

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১২ মধ্যে ৩ টি উপজেলা ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি,সোনাতলা ও ধুনট মধ্যে ৯ টি ইউনিয়নের প্লাবিত পানিবন্দী হাজার হাজর মানুষ পানি বন্দী (কর্নিবাড়ী,কামালপুর,কুতুবপুর,কাজলা) ক্ষতিগ্রস্হ মানুষের পাশে সবার আগে জরুরী এান ৪০০ পরিবারের পাশে(চিড়া,গুড়,মোমবাতি,ম্যাচ খাবার স্যালাইন) নিয়ে এগিয়ে যায়।যুব রেডক্রিসেন্ট বগুড়া,ইউনিটের যুব সদস্যরা.

 

বগুড়ার সোনাতলা ও ধুনট উপজেলার বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করছে যুব রেড ক্রিসেন্ট,বগুড়ার যুব সদস্যরা। জরুরী ভিত্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার যুব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর,কর্ণিবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়। জরুরী মূহুর্তে ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব এ.কে.এম সুরুতজামান।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ইউনিট কার্যনির্বাহী সদস্য এলিজা ইয়াসমিন কেয়া এবং ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার সম্মানিত যুব প্রধান রাশেদা খাতুন রানীর নেতৃত্বে যুব সদস্যরা সফলভাবে বিতরন কর্মসুচি শেষ করেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.