--- বিজ্ঞাপন ---

ইসরাইল থেকে মিশাইল কিনছে ভারত

0

 

ইসরাইলের সাথে ভারতের বন্ধুত্ব অনেক পুরানো। বহদিন ধরে ইসরাইল ভারতে নানা সমরাস্ত্র দিয়ে আসছে। তবে এবার ভারত ইসরাইলের কাছে থেকে মিশাইল কিনতে যাচ্ছে। স্বাক্ষর করেছে বিশাল অংকের চুক্তি। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ইসরাইলের সংবাদ মাধ্যমে ইতিমধ্যে খবর বেরিয়েছে, ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার চুক্তি হয়েছে। ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক এই মিসাইল ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। দু’দেশের নৌ-বাহিনী জন্য যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে ইসরাইল। ইসরাইল থেকে মিশাইল কেনার চুক্তিতে বেশ নড়ে চড়ে বসেছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানও চিনের দিকে নজর দিচ্ছে বলে সুত্র জানায়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.