--- বিজ্ঞাপন ---

নেইমারের ভবিষ্যৎ কী?

0

এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই প্রশ্নের
উত্তর নেই। ধোঁয়াশা এখনো অব্যাহত। সবই
নির্ভর করছে ‘যদি’ এবং ‘কিন্তু’র উপর। জানা
গেছে, ব্রাজিলিয়ান তারকাটিকে পাওয়ার জন্য
বার্সেলোনার সঙ্গে ঝাঁপিয়েছে রিয়াল
মাদ্রিদও। প্রয়োজন হলে ১৪৯ মিলিয়ন পাউন্ড
দেয়ার পাশাপাশি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা
মডরিচকে প্যারিসে পাঠানোর কথা ভাবছেন
রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

তবে নেইমার এলে দলে শৃঙ্খলাজনিত সমস্যা
বাড়বে বলেই ধারণা রিয়ালের একাধিক সিনিয়র
ফুটবলারের। সমর্থকরাও নাকি নেইমারকে চাইছেন না। এদিকে, বার্সেলোনাও চেষ্টা করছে দলবদলের শেষপর্বে নেইমারকে তুলে নিয়ে চমক দিতে। কাতালন ক্লাবটির কাছে পিএসজি কর্তৃপক্ষের দাবি, ফেলিপে কুটিনহো এবং নেলসন সেমেডোর পাশাপাশি ৯৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নেইমারকে ছাড়া হবে।

কিন্তু বার্সা নেলসন সেমেডোকে ছাড়তে রাজি নয়।
প্যারিসের এক সংবাদপত্র জানিয়েছে, নেইমারকে বিক্রি করার জন্য বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদের উপরই এই মুহূর্তে বেশি ভরসা পিএসজি’র। ক্লাব কর্তৃপক্ষও আর তার মতো অনিচ্ছুক ঘোড়াকে রাখতে আগ্রহী নয়।

তবে নেইমার সম্পর্কে এখন পর্যন্ত তেমন পাকা প্রস্তাব পায়নি বলেই দাবি পিএসজি’র। কিন্তু ২০ আগস্টের মধ্যে ব্রাজিলিয়ান তারকাটিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে প্যারিসের
ক্লাবটি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.