--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আছাড়ে এক বৃদ্ধের মৃত্যু

0

চট্টগ্রাম (১৮ আগস্ট, ২০১৯) : চট্টগ্রামের  আনোয়ারা উপজেলায়  বন্যহাতির আক্রমণে মো. আবদুল মোতালেব বাবুল (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার তৈলারদ্বীপ এলাকার আলী মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবদুল আউয়ালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে ফজরের আজান দিয়ে ঘরে যাওয়ার পথে হাতির সামনে পড়েন আবদুল মোতালেব বাবুল (৬৮)। এ সময় হাতি শুঁড় দিয়ে তুলে মোতালেবকে আছাড় মেরে চলে যায়। পরে তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত ব্যক্তির ছোটভাই ও আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল হালিম চৌধুরী বলেন, আমার বড় ভাই মসজিদে ফজরের আজান দিয়ে নামাজের আগে এককাপ চা খাওয়ার জন্য ঘরে আসার পথে হাতির সামনে পড়লে হাতি শুঁড় দিয়ে তুলে তাকে আছাড় মারে। আমরা হাসপাতালে নিয়েও তাকে বাঁচাতে পারিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.