--- বিজ্ঞাপন ---

নিখোঁজ মালিকের খোঁজে ধ্বংসস্তুপের মধ্যে কুকুরের অপেক্ষা

0

ভারতের কেরলে ভূমিধসে নিখোঁজ হয়ে গিয়েছেন মালিকসহ তার পুরো পরিবার। কিন্তু আজও বাড়ির ধ্বংসস্তুপের পাশেই মালিকের অপেক্ষায় বসে রয়েছে তার পোষ্য কুকুর। আর এভাবে অপেক্ষা করতে করতে মানসিকভাবে ভেঙে পড়ছে কুকুরটি। ডেইলি হান্টের খবরে বলা হয়, কয়েকদিন আগে কেরলের কাভালাপ্পারার প্রবল বৃষ্টির কারণে ধস নেমে গুঁড়িয়ে যায় ওই কুকুরটির মালিক শিবানের বাড়ি। ভাগ্যক্রমে বেঁচে যায় কুকুরটি।

তার পুরো পরিবার সেই ঘটনার পর থেকেই নিখোঁজ। এখনও পরিবারের কোনও সদস্যের সন্ধান মেলেনি। যদিও উদ্ধারকাজ চলছে। শিবানের পোষ্য কুকুরটি বাড়ি ভেঙে পড়ার সময় কোনওভাবে বেরিয়ে গিয়ে রক্ষা পেয়ে যায়। তাকে তারা উদ্ধারও করেন। কিন্তু পশুদের ত্রাণ শিবিরে থাকতে রাজি হয়নি কুকুরটি। সেখান থেকে বেরিয়ে সোজা শিবানের বাড়ির ধ্বংসস্তুপের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের সদস্যরা জানিয়েছেন, এভাবে টানা অপেক্ষা করতে করতে কুকুরটির মন এবং স্বাস্থ্য ভেঙে পড়ছে। তারা এতোদিন খাবার দিলেও মনের দুঃখে গত দুদিন ধরে কিছু খাওয়াদাওয়াও করেনি কুকুরটি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.