--- বিজ্ঞাপন ---

আমাজন জ্বলছে। একে অপরের দোষ ধরতে ব্যস্ত বিশ্ব নেতারা

0

একদিকে পুড়ছে আমাজন আর অন্যদিকে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়েছেন বিশ্বনেতারা। দাবানলের আগুন বিরতিহীনভাবে শেষ করছে এই আমাজানকে।

আমাজনের এ অগ্নিকাণ্ডের বিষয়ে একে অপরের দোষ ধরতেই ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্বনেতারা। আমাজনের আগুন নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠার প্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো স্বীকার করেন যে, কৃষকেরা অবৈধভাবে আগুন দিতে পারে, তবে এটি নিয়ে বহির্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ বছর আমাজনে রেকর্ডসংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করার পর এভাবেই জবাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

আমাজন জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

জারি করা ডিক্রিতে আমাজন অঞ্চলে প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তায় সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে।

ইউরোপীয় নেতাদের তীব্র চাপের পরে ব্রাজিলের প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানা যায়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.