--- বিজ্ঞাপন ---

ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলে প্রার্থী হতে চান জো ওয়ালশ

0

যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যের সাবেক কংগ্রেসম্যান ও রেডিওর উপস্থাপক জো ওয়ালশ রিপালিকান দল থেকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ৫৭ বছর বয়সী ওয়ালশ এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি প্রার্থিতার চেষ্টা করছি। কারণ ট্রাম্প যোগ্য নন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপদার্থ, ধর্মান্ধ ও আত্মমগ্ন বলে উল্লেখ করেন। ওয়ালশ বলেন, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং একটি বিকল্প থাকতে হবে। ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রায় ২ ডজন প্রার্থী হবার চেষ্টা করছেন। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, রিপাবলিকান দল থেকে ওয়ালশ হচ্ছেন ট্রাম্পকে চ্যালেঞ্জ করা দ্বিতীয় প্রার্থী। এর আগে গত এপ্রিলে সাবেক ম্যাসাচুসেটস গভর্নর বিল ওয়েল্ড রিপাবলিকান দল থেকে প্রার্থী হবার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু তেমন সমর্থন পাননি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.