--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

0

চট্টগ্রাম (৩০আগস্ট,২০১৯ইং): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো: ইরান (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। র‌্যাব-৭  এর পক্ষ থেকে ইরানকে একজন কুখ্যাত ডাকাত এবং খুন, ডাকাতি, অস্ত্র আইনসহ ১০ মামলার আসামি বলে জানানো হয়েছে। আজ  শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামে এ ঘটনা ঘটেছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মাশকুর রহমান বলেন, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে , শুক্রবার সকালে পূর্ব চাম্বল এলাকায় ইরান ও তার সহযোগীরা এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি  নিচ্ছিল। র‌্যাবের টহল দল দেখে তারা গুলি ছোঁড়ে। তখন র‌্যাব সদস্যরাও গুলি করেন।পাল্টাপাল্টি গুলিতে ইরানের মৃত্যু হয়েছে।

##

 

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.