--- বিজ্ঞাপন ---

বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকেও বেশি যুদ্ধবিমান রয়েছে এই ব্যক্তির কাছে! 

0

কয়েক হেক্টর জায়গা জু়ড়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন দেশের যুদ্ধবিমান। মিগ, এফ ১৬ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান। একটা বা দুটো নয়, শ’খানেক যুদ্ধবিমানের মালিক ফ্রান্সের এক ব্যক্তি। মিশেল পন্ত। বছর সাতাশির অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী। একজন ওয়াইন ব্যবসায়ী। তাঁর সংগ্রহে রয়েছে ১১০টি যুদ্ধবিমান।

ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই রাখা রয়েছে এই যুদ্ধবিমানগুলো। শুধু যুদ্ধবিমানই নয়, মাইকেলের সংগ্রহে রয়েছে ২০০টি বহুমূল্যবান পুরনো বাইক ও ৩৬টি রেসিং কার। মাইকেল নিজে এক জন পাইলট ছিলেন। সেনায় থাকাকালীনই যুদ্ধবিমান সংগ্রহের নেশা চেপে যায় তাঁর। একটা, দুটো থেকে বাড়তে বাড়তে এখন ১১০টি যুদ্ধবিমানের মালিক তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম আছে মিশেলের।১৯৮০ সাল থেকে সংগ্রহ শুরু করেন মিশেল। যুদ্ধবিমান ছাড়াও মাইকেলের সংগ্রহে এত ধরনের গাড়ি রয়েছে যে তাঁর দুর্গে ৯টি সংগ্রহশালা খুলতে হয়েছে। ২০১৯-এ গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স-এর রিপোর্ট বলছে, বাংলাদেশের রয়েছে ৯০টি যুদ্ধবিমান এবং শ্রীলঙ্কার রয়েছে ৭৬টি। সেখানে মাইকেলের নিজের সংগ্রহেই রয়েছে ১১০টি। প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক আসেন মাইকেলের এই সংগ্রহশালা দেখার জন্য।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.