--- বিজ্ঞাপন ---

এবার রাশিয়া-পাকিস্তান সামরিক মহড়া ‘ধ্রুজবা’, ৯০০ কোটি ডলারের  টি-৯০ ট্যাংক, এসইউ-৩৫ বিমান পাচ্ছে পাকিস্তান !

0

মোহাম্মদ শহীদুল ইসলাম,(১৭ সেপ্টেম্বর, ২০১৯ ইং) : কাশ্মীর নিয়ে যখন ভারতের সাথে চরম উত্তেজনা চলছে  ঠিক  তখনই  রাশিয়া পাকিস্তানের সাথে সামরিক মহড়া চালাবে জানিয়েছে । সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সাধারণত: কোন অঞ্চলে যুদ্ধের মত উত্তেজনা সৃষ্টি হলে মহড়া বাতিল করা হয়। রাশিয়া এক্ষেত্রে সেটা করেনি। পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় মস্কো এমনটিই আভাস পাওযা যাচ্ছে। সামরিক বিভিন্ন সূত্রে প্রাপ্ত সংবাদে জানা গেছে , পাকিস্তান রাশিয়া থেকে ৯ বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র ক্রয় একপ্রকার  চূড়ান্ত করে ফেলেছে।

ইদানিংকালে ভারতের আপত্তি সত্বেও  রাশিয়া পাকিস্তানকে অত্যাধুনিক ভারী  সামরিক সরঞ্জাম দিতে রাজী হয়েছে। এ সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তান  রাশিয়া থেকে ৪টি অত্যাধুনিক রাতের বেলায় আক্রমণে অংশ নিতে সক্ষম  এমআই-৩৫ এ্যাসল্ট  হেলিকপ্টার গানশীপ সংগ্রহ করেছে।

দীর্ঘ সময় ধরে রাশিয়া ভারতের চাপের মুখে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছিল। মস্কো সাম্প্রতিকালে সেই নীতি পাল্টাতে শুরু করেছে।  সামরিক সূত্রগুলো বলছে, রাশিয়া পাকিস্তানকে অদূর ভবিষ্যতে বড় ছাড় দিতে যাচ্ছে। রাশিয়ার সর্বাধুনিক ভারী সামরিক সাজ-সরঞ্জাম বিক্রী করবে পাকিস্তানের কাছে এটা এখন শুধুমাত্র ঘোষণার বাকী আছে মাত্র।

 

ইদানিংকালে রাশিয়া-পাকিস্তান সামরিক সহযোগিতা অনেক দূর এগিয়েছে।  ২০১৪ সালে রাশিয়া পাকিস্তান থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর ২০১৫ সালে পাকিস্তানকে ৪ টি এমআই-৩৫ হেলিকপ্টার গানশীপ সরবরাহ করে।  দু’দেশ প্রতিবছর যৌথ সামরিক মহড়ার আয়োজনও করে আসছে।

 

`ধ্রুজবা’ অর্থ ‘বন্ধুত্ব’  নামের এ মহড়া প্রথমবার চালু হয় ২০১৬ সালের অক্টোবর থেকে । পরের বছর ২০১৭ সালেও রাশিয়ায় মহড়ায় অংশ নেয় পাকিস্তানের ২০০ সদস্যের দল। পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের সদস্যরা অংশ নেয় । দু’দেশের সামরিক সূত্রে জানা গেছে, আগামী মাসে অক্টোবরের প্রথম সপ্তাহে রাশিয়া ও পাকিস্তান ‘ধ্রুজবা’  ‘ফ্রেন্ডশীপ’ সামরিক মহড়ায় অংশ নেবে।

এদিকে পাকিস্তান থেকে প্রকাশিত ইংরেজী  দৈনিক দি এক্সপ্রেস টিব্রিউন পত্রিকার ১৭ সেপ্টেম্বর অনলাইন সংস্করণে  জানায়, রাশিয়া এ সপ্তাহে পাকিস্তানকে ‘সেন্টার’ নামের সপ্তাহব্যাপী সামরিক মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। সাংহাই কোপারেশন অর্গেনাইজেশন  সংক্ষেপে এসসিও ভুক্ত অন্য দেশও এতে অংশ নেবে। রাশিয়ার ডনগুজ  ওরেনাবগ নামক স্থানে এ মহড়া চলবে ।

দুদেশের স্পেশাল সার্ভিসের কমান্ডোরা এতে অংশ নেবে। এছাড়া আগামী মাসে অক্টোবরে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার এলাকার মোলকিনোতে অনুষ্ঠিত হবে  দু দেশের সামরিক মহড়া। গত বছর  `ধ্রুজবা-২০১৮’ অনুষ্ঠিত হয়  উত্তর ককেশাশ এর কারাছাই-চেরকেশিয়াতে। এতে রাশিয়া ও পাকিস্তানের ২০০ সেনা নেয়। পর্বতে মহড়ার অংশ হিসেবে রাশিয়ার একটি মোটরবাহিত রাইফেল ব্রিগেডও এতে অংশ নেয়।

অপরদিকে, সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ডিপ্লোমেট সামরিক ম্যাগাজিন সূত্রে জানা গেছে,  পাকিস্তান রাশিয়ার কাছ থেকে  সেদেশের অত্যাধুনিক ৩৬০টি  টি-৯০ ট্যাংক, সর্বশেষ মডেলের জঙ্গী বিমান মিগ-৩৫ অথবা এসইউ-৫৭, পানসির এয়ার ডিফেন্স কম্বার্ট ভেহিকল, এমআই-২৬টি২ হেভিলিফট হেলিকপ্টার কেনার জন্য ফরমায়েশ দিয়েছে।

শোনা যাচ্ছে, প্রায় ৯ বিলিয়ন মার্কিন  ডলার মূল্যের এ বড় অস্ত্র চালান হবে দুদেশের মধ্যে এযাবতকালের সর্ববৃহৎ অস্ত্র ক্রয় চুক্তি।

## শহীদ, ১৭.০৯.২০১৯ইং।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.