--- বিজ্ঞাপন ---

শাহ আমানত বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর জুতা থেকে উদ্ধার দুই কোটি টাকার স্বর্ণ

0

ডেস্ক নিউজ: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একজন পরিচ্ছন্নতাকর্মীর জুতায় লুকানো সোয়া ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় ‘ফ্লাই দুবাই’ এর একটি ফ্লাইটে আসা সোনার বারগুলো পার করে দেওয়ার সময় বিমান।বাংলাদেশের পরিচ্ছন্নতাকর্মী মোহাম্মদ ইলিয়াসকে (৩০) আটকের পর করে এইস্বর্ণ উদ্ধার হয়। গোপন সংবাদে কাস্টমস কর্মকর্তাদের বিশেষ নজরদোরীতে স্বর্ণগুলো ধরা পড়ে।

কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ এর এক যাত্রীর নিয়ে আসা এসব সোনার বার বিমানবন্দরের কাস্টমস পার করার দায়িত্ব নেন পরিচ্ছন্নতাকর্মী ইলিয়াস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ৩৬টি সোনার বারের ওজন ৪ কেজি ২২৫ গ্রাম। এর দাম অনুমানিক ২ কোট টাকা বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দেরের কাস্টমস কর্মকর্তারা । মোহাম্মদ ইলিয়াসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.