--- বিজ্ঞাপন ---

গণতন্ত্রের অনন্য নজীর স্থাপন করল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, সভাপতি সালাম সম্পাদক আতা

0

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে এমএ সালাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান আতা নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায়  এ নির্বাচন চট্টগ্রামে নেতৃত্ব নির্বাচনে পরিবর্তনের সূচনা করল। ভোটাভুটির পর এ মন্তব্য চট্টগ্রামের রাজনৈতিক মহলের। চট্টগ্রামে অতীত পর্যালোচনায় দেখা গেছে বেশীর ভাগ ক্ষেত্রেই নেতা নির্বাচনে কেন্দ্র থেকে চাপিয়ে দেয়া এক ধরণের মনোনীত প্রথা চালু ছিল। এবারই ব্যতিক্রম ঘটেছে।  সরাসরি ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নেতা নির্বাচন অন্যান্য জেলার জন্যও দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

গত শনিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান আতা এবং মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।

ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এম এ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট। ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

এর আগে সকালে নগরের লালদিঘি মাঠে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।

## শহীদ, চট্টগ্রাম, ০৭.১২.২০১৯ ইং।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.