--- বিজ্ঞাপন ---

রোটারী গভর্নর নির্বাচনে আমিই জয়ী, ষড়যন্ত্র করে হারানো হয়েছে

রোটারী গর্ভনর প্রার্থী রোটারীয়ান জাহাঙ্গীর চৌধুরীর সংবাদ সম্মেলন

0

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্টিক্ট-৩২৮২ এর গভর্নর নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন গভর্নর প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, ‘আমি ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। আমার নিকটতম প্রতিদ্ব›দ্বী রুহেলা খান চৌধুরী পেয়েছেন ১২৪ ভোট। কিন্তু ফল হ্যাক করা হয়েছে। আমার পাঁচটি ভোট অবৈধভাবে বাতিল করে দুই পক্ষকে ১২৪-১২৪ দেখিয়ে ফল টাই করা হয়। এরপর গভর্নরের এক ভোট প্রয়োগ করে নির্বাচন কমিশন ও গভর্নর যোগসাজসে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করেÑ যা সম্পূর্ণ বেআইনী ও রোটারি ইন্টারন্যাশনালের নির্বাচন পদ্ধতির লঙ্ঘন।’

অধ্যাপক জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনের গণনা শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন প্রার্থীদের কাছ থেকে স্বাক্ষর নেয়ার উদ্যোগ নেয়। এছাড়া বাতিলকৃত ৫টি ভোটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার কথা বললেও নির্বাচন কমিশন ও গভর্নর এ নিয়ে নূন্যতম আলাপ-আলোচনা না করে পুলিশ ডাকে এবং তড়িঘড়ি করে বিতর্কিত ফল ঘোষণা করতে ব্যস্ত হয়ে পড়ে।’ লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভোট দেয়ার সময় ব্যালটে টিক চিহ্ন নাকি নম্বর লিখবে নির্বাচন কমিশন স্পস্টভাবে তা ব্রিফ করেনি। একটি ক্লাবের ৩টি ভোট আমার পক্ষে টিক চিহ্ন দিয়ে সমর্থন করার পরও তা বাতিল করা গভর্নর ও নির্বাচন কমিশনের যৌথ নীল নকশার বাহিপ্রকাশ।’ প্রফেসর জাহাঙ্গীর নির্বাচনের ফল বাতিল করে তাকে নির্বাচিত ঘোষণা করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে অপর গভর্নর প্রার্থী প্রফেসর ফাতেমা জেবুন্নেছা বলেন, ‘প্রফেসর জাহাঙ্গীর আমারও প্রতিপক্ষ। কিন্তু আমাকে সত্যটা বলতেই হবে। একটি ব্যালটে নামের পাশে টিক চিহ্ন দিয়ে সুস্পষ্টভাবে জাহাঙ্গীর চৌধুরীর পক্ষে রায় দেয়া হয়েছেÑ ওই ব্যালট বাতিল করা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে বলে আমি মনে করি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রোটারিয়ান রোটারিয়ান পিপি নূরুল আলম চৌধুরী কিরণ, চিটাগাং সাগরিকার রেজাউল করিম এবং চিটাগাং কসমোপলিটনের পিপি মেহরাজ তাহসিন শফি। উপস্থিত ছিলেন আজিজুল হক, জাহেদ উদ্দিন আকতার, ডা. সুমন রহমান চৌধুরী, হাসিনা আকতার লিপি, মো. রাকিবুল ইসলাম, এবিএম জয়নুর রশীদ, ডা. শাহ মঈনউদ্দিন চৌধুরী, এস.এ শাহেদ, চিটাগাং মো. আবু তৈয়ব, আফতাব উদ্দিন সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য গত ৩ ও ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশান হলে রোটারি ডিস্টিক্ট ৩২৮২-এর কনফারেন্স অনুষ্ঠিত হয়।###৭.১.২০২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.