--- বিজ্ঞাপন ---

ভারতে পাকিস্তানের জন্য ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশবাহী জাহাজ আটকের মুখে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

0

মোহাম্মদ শহীদুল ইসলাম: ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ নিয়ে মিথ্যা ঘোষণা দেয়ায় পাকিস্তানগামী একটি কার্গো জাহাজকে আটকে রেখেছে ভারত। এদিকে পাকিস্তান আজ মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) নিজেদের তৈরী ৬০০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে নিক্ষেপণযোগ্য রা ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সেদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন্স ( আইএসপিআর) এর উদ্ধৃতি দিয়ে ইংরেজী ডেইলি এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা মঙ্গলবার খবর দেয়। ভারতীয় কাস্টমস কর্মকর্তারা পাকিস্তানের জন্য সন্দেহজনক ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ এর চালানবাহী জাহাজটিকে এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গুজরাটের কান্ডলা বন্দরে আটকিয়ে রাখে। ভারতের হিদুস্থান টাইমস পত্রিকার ১৮ ফেব্রুয়ারী সংস্করণ অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, হংকং এর পতাকাবাহীডা সুই ইউননামের কার্গো জাহাজটি চীনের জিংসু প্রদেশের ইয়াংগজিন বন্দর থেকে গত ১৭ জানুয়ারী রওয়ানা দেয়। পাকিস্তানের করাচী বন্দরের নিকটে পোর্ট কাসিম যাওয়ার পথে ভারতের গুজরাটের কান্দলায় নোঙ্গর করে। এরই মধ্যে ভারতীয় শুল্ক কর্মকর্তাদের নিকট গোপন সংবাদ পৌঁছে যে জাহাজটি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র তৈরীর কাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম রয়েছে। যদিও কার্গোকে কারখানার যন্ত্রাংশ ঘোষণা দেয়া ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যমসমূহ জানিয়েছে, বর্তমানে সন্দেহজনক কারখানার সরঞ্জামটিকে সে দেশের ডিফেন্স রিচার্স এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এর বিশেজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। সন্দেহজনক যন্ত্রাংশটি ১৮ বাই মিটার লম্বা বলে জানিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় পত্রিকাগুলি জানায়, যন্ত্রাংশ সামরিক বেসামরিক দু কাজেই ব্যবহার করা যায়। এধরণের অটোক্লেভ যন্ত্রাংশ সলিড ফুয়েল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এর কম্পোজিট লাইনিং কাজেও ব্যবহৃত হয়ে থাকে। ২৮ হাজার ৩৪১ টন ক্ষমতার জাহাজটি ১৬৬ দশমিক মিটার লম্বা এবং ২৭ দশমিক মিটার প্রস্থ। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা (সুপারকো) সাধারণত: সেদেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরী কর্মসূচী দেখাশুনা করে।
এদিকে গত দু সপ্তাহ ধরে ভারতের গুজরাটের বন্দরে আটক জাহাজটি নিয়ে পাকিস্তান কিংবা চীন কোন উচ্চবাচ্য না করে রহস্যজনকভাবে নীরব রয়েছে।
## ১৮.০২.২০২০ইং

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.