--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

0

চট্টগ্রামে মহানগরীর কোতোয়ালী থানার শিব বাড়ী লেইন, ফিরিঙ্গীবাজারে অষ্ট প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ বুধবার ও ১২ মার্চ বৃহস্পতিবার ২০২০ইং তারিখে এ উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গণে মহানাম সুধা পরিবেশন করেন চট্টগ্রামের মদন মোহন সম্প্রদায় ও অচ্যুতানন্দ সম্প্রদায় এবং বরিশালের বাবা তারক নাথ সম্প্রদায় ও শ্রী কৃষ্ণ চৈতন্য সম্প্রদায়। শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির উৎসব উদ্যাপন পরিষদ-১৪২৬ বঙ্গাব্দ এর মিডিয়া সেল এর সমন্বয়কারী রাজিব গাঙ্গুলী ১৩ মার্চ পর্যন্ত শ্রী শ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতির সমাপ্তি  মহানমযজ্ঞের অনুষ্ঠানসূচীর বিস্তারিত বর্ণনা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরেন। তিনি জানান, ১১ ই মার্চ বুধবার ভক্তিমূলক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর গোধূলী লগ্নে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী, অধ্যক্ষ রাধা গোবিন্দ মন্দির, সূচিয়া, চন্দনাইশ চট্টগ্রাম। ১২ ই মার্চ ২০২০ইং বৃহস্পতিবার ব্রহ্মমুহুর্তে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। দুপুর ১২.৩০ মিঃ এ রাজ ভোগ নিবেদন এর পর একটানা দিবা রাত্রী মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই দিনের উৎসবে ভক্ত-পূর্ণার্থী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ ড. শাকিল আল মামুন এবং ঢাকার বৃহত্তর উত্তরা কীর্তন পরিষদের প্রচার সম্পাদক শিব শংকর মোদক প্রমুখ। ১৩ মার্চ শুক্রবার ২০২০ই ঊষা লগ্নে শ্রী শ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে উক্ত সনাতনী উৎসবের সমাপ্তি টানা হয়। চট্টগ্রাম শহর ও শহরতলী, পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নামসুধা শ্রবণ ও মহাপ্রসাদ গ্রহণ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির পরিচলনায় একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। প্রতি বৎসর কীর্তন অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করার জন্য কীর্তন উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। ১৪২৬ বঙ্গাব্দের এই মন্দির উৎসব উদ্যাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধান করছেন মিলটন চৌধুরী, অর্থ সম্পাদক কাজল মিত্র, সাধারণ সম্পাদক বাবলু ধর, সভাপতি হিসাবে মিহির দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

## শহীদ,১৪.০৩.২০২০ ইং।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.