--- বিজ্ঞাপন ---

পাকিস্তানকে বিশ্বাস করি না,তাই লাদেন হত্যার মিশনের খবর জানায়নি, বললেন সাবেক সিআইএ প্রধান

0

বিশেষ প্রতিনিধি##

পাকিস্তানের এ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন ছিলেন একথা কেন পাকিস্তান আমেরিকাকে জানায়নি। পাকিস্তান কি ইচ্ছে করে জানায়নি। পাকিস্তানকে কোন প্রকার না জানিয়ে আমেরিকা পাকিস্তানের ভেতরে ঢুকে লাদেনকে হত্যা করে। এতদিন পর বিষয়টি নিয়ে ওয়াল্ড নিউজ ওয়ানকে দেয়া সাক্ষাতকারে খোলাসা করেছেন মার্কিন সাবেক প্রতিরক্ষা সচিব ও প্রাক্তন সিআইএ প্রধান লিয়ন পানেত্তা। পানেত্তা বলেছেন, বিষয়টি এত গোপন ছিল যাতে পাকিস্তান না জানে। কারন পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। সাবেক মার্কিন পতিরক্ষা সচিবের এ ধরনের মন্তব্য বহিঃবিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করবে। আর এতে খুশি হয়েছে ভারত।

পানেত্তার এ মন্তব্যের ভারতের আনন্দ বাজার লেখে, সন্ত্রাসের মদত দেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই। তার মধ্যেই পাকিস্তানের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব লিয়ন পানেত্তা। জানিয়ে দিলেন, পাকিস্তানের উপর কোনও কালেই ভরসা ছিল না তাঁদের। তাই অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন লুকিয়ে রয়েছেন এবং সে সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল, সে কথা ইসলামাবাদের কাছে গোপন রাখা হয়েছিল। আগে থেকে কিছু জানালে পাকিস্তান লাদেনকে সতর্ক করে দিতে পারে, সেই আশঙ্কা থেকেই অ্যাবোটাবাদ অভিযানের কথা গোপন রাখা হয় বলে জানিয়েছেন তিনি।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন নৌবাহিনীর ‘সিল’ কম্যান্ডোদের হাতে মৃত্যু হয় তৎকালীন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের। সেই অভিযান নিয়ে সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খোলেন লিয়ন পানেত্তা। একসময় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধানও ছিলেন তিনি। লিয়ন বলেন, ‘‘পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের অবস্থান জানতে পেরেছিলাম আমরা। অ্যাবোটাবাদ পাক গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। তাই অ্যাবোটাবাদের ওই বাড়িতে ওসামার থাকার কথা কেউ জানতেন না, তা বিশ্বাস করি না আমি।’’

WION: After all these years, when you say it out loud in so many words that the Pakistan government of the day was aware and was, in fact, harbouring Osama bin Laden…

Leon Panetta: When we discovered the location of this compound in Pakistan, it was located in a place called Abbottabad. Abbottabad is a centre for their intelligence services and the Pakistani West Point is located there as well. This compound was three times the size of other compounds and had 18-foot walls on one side and 12-foot walls on the other side with barbed wire around it. I find it very difficult to believe that there wasn’t somebody in Pakistan who was aware of this compound…

WION: Was the Pakistani establishment then confronted with what you found?

Leon Panetta: Once we found the compound, we had to make a decision whether we would share that information with Pakistan and the President made the decision that because when we shared information with Pakistan about the location of terrorists they were tipped off and suddenly were able to disappear because of that concern and that lack of trust very frankly we decided not to inform the Pakistanis about the location of bin Laden and we did not inform them about the operation that we conducted because we were concerned that if we did that it was likely bin Laden would be advised to move, so because of what we did I think we were able to be successful in the mission to go after bin Laden.

লিয়নের যুক্তি, এলাকার বাকি সমস্ত বাড়ির চেয়ে ওই বাড়িটি ছিল আয়তনে তিন গুণ বড়। এক দিকে ১৮ ফুট উঁচু দেওয়াল ছিল। অন্য দিকে ছিল ১২ ফুট উঁচু দেওয়াল। তার উপর আবার কাঁটাতারের বেড়াও ছিল। তা দেখে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক ছিল। তাই পাকিস্তান এ নিয়ে কিছু জানত না, এমনটা হতে পারে না। ​ওসামা সেখানে রয়েছে জানার পর পাকিস্তানকে বিষয়টি জানানো উচিত কি না, তা গিয়ে ধন্দ দেখা দেয় বলেও জানান লিয়ন। তাঁর কথায়, ‘‘অতীতে একাধিক বার পাকিস্তানকে জঙ্গিদের অবস্থানের কথা জানিয়ে হাত কামড়াতে হয়েছিল। কোনও না কোনও ভাবে সেই জঙ্গিদের কাছে খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তারা। তাই পাকিস্তানের কাছে সবকিছু গোপন রাখার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বারাক ওবামা।’’পাকিস্তানের উপর যে তাঁদের একেবারেই বিশ্বাস ছিল না সে কথাও স্পষ্ট জানিয়ে দেন লিয়ন। তিনি বলেন, ‘‘পাকিস্তানকে নিয়ে উদ্বেগ ছিলই। একেবারেই ওদের বিশ্বাস করতে পারছিলাম না আমরা। তাই ওসামার অবস্থান বা অ্যাবোটাবাদ অভিযান নিয়ে কিচ্ছু জানাইনি ওদের।’’ বিষয়টি গোপনা রাখা হয়েছিল বলেই, অভিযান সফল হয় বলেও মন্তব্য করেন লিয়ন।

উল্লেখ্য, ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানে তার  গোপন ডেরায় ঢুকে হত্যা করা হয়েছিল। আর এই জঙ্গিনেতাকে হত্যা করার ছক কষেছিল মার্কিন সেনার একটি দল। সেই দলটির একজন অন্যতম প্রধান ছিলেন মার্কিন নেভি ‘সিল’-এর প্রাক্তন নৌ-সেনা রবার্ট ও’নীল। তাদের সার্বিক নির্দেশনা দিয়েছিলেন লিয়ন পানেত্তা।##৪.১০.২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.