--- বিজ্ঞাপন ---

সাগরে ফিরল বাংলাদেশি জাহাজটি

0

নিউজ ডেস্ক##
ভারতে ঝড়ের কবলে পড়ে বড় ধরনের বিপদ থকে রক্ষা পাওয়া জাহাজ এমভি মা অবশেষে সাগরে ফিরেছে। ভারতের বিশাখাপত্তম বন্দরের অদুরে ঝড়ের কবলে আটকে জাহাজটিকে আন্তর্জাতিক সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে উদ্ধার করা হয়েছে। বুধবার বিশাখাপত্তম বন্দরের বহিনোঙ্গরে এটি আনা হয়।
গত ১৩ অক্টোবর বাংলাদেশি ‘জাহাজ এমভি মা’ ভারতের বিমাখাপত্তম বন্দরে ঝড়ের কবলে পড়ে। বিশাখাপত্তম বন্দরে ঢুকার জন্য এটি বহিনোঙ্গরে অপেক্ষা করছিল। জাহাজটিতে ৩ হাজার টন পণ্য ছিল। বিশাখাপত্তম থেকে আরো পণ্য নিয়ে এটি বাংলাদেশের মংলা বন্দরে আসার কথা ছিল। গত দু’দিন ধরে জাহাজটি এখানে অবস্থান করছিল। সমুদ্র বন্দর উত্তাল থাকায় এটি মঙ্গলবার সকালে ঝড়ের কবলে পড়ে ছিটকে যায়। আটকা পড়ে টিনেটি পার্ক নামক একটি জায়গার কাছাকাছি এলাকায়।
তিনদিন আটকে থাকার পর বিশাখাপত্তম বন্দর কতৃপক্ষের উদ্যেগে উচ্চপদস্থ কর্মকর্তারা এটি উদ্ধারের চেষ্টা চালায়। শেষপর্যন্ত বুধবার জাহাজটি সাগরে টেনে আনতে সক্ষম হয়। এসময় বিশাখাপত্তম বন্দরের উর্ধতন কর্মকর্তা, ডিজি শিপিং, কোস্ট গার্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক জাহাজ নীতিমালা অনুসরন করার পর এটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানা গেছে।##১৭.১০.২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.