
রাশিয়ার গণমাধ্যম জানায়, এ হত্যাকান্ডের জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। রাশিয়ান স্যাটেলাইট টিভির বরাত দিয়ে প্রেস টিভি এটি প্রকাশ করেছে। নিহত মোসাদের উর্ধ্বতন কমান্ডারের নাম “ফাহমি হিনাভি”। তার গায়ে ১৫ টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাশিয়ান স্যাটেলাইট নিউজ এজেন্সি হত্যাকাণ্ডের ছবিসহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এখনো মুখ খোলে নি। গত ২৮ নভেম্বর , ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারপর থেকে ইরান ও এর শাসক কঠোর প্রতিশোধের হুশিয়ারী দিয়ে আসছে।