--- বিজ্ঞাপন ---

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ কর্মকর্তা নিহত

১৫টি গুলি লেগেছে, মূখ খুলছে না ইসরাইল

0
আন্তর্জাতিক ডেস্ক##
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উর্ধতন কর্মকর্তা, সিনিয়র কমান্ডার তেল-আবিবের রাস্তায় অজ্ঞাত আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এমন খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশেষ করে ইরানের বরাত দিয়ে রাশিয়া এ খবরের প্রচার করেছে।  বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ফাহমি হিনাভিকে আততায়িরা গুলি তেলাবিব এর রাস্তায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রবিবার ফাহমি মারা যান। তবে ইসরাইল এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয় নি।

রাশিয়ার গণমাধ্যম জানায়, এ হত্যাকান্ডের জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। রাশিয়ান স্যাটেলাইট টিভির বরাত দিয়ে প্রেস টিভি এটি প্রকাশ করেছে। নিহত মোসাদের উর্ধ্বতন কমান্ডারের নাম “ফাহমি হিনাভি”। তার গায়ে ১৫ টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাশিয়ান স্যাটেলাইট নিউজ এজেন্সি হত্যাকাণ্ডের ছবিসহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এখনো মুখ খোলে নি। গত ২৮ নভেম্বর , ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারপর থেকে ইরান ও এর শাসক কঠোর প্রতিশোধের হুশিয়ারী দিয়ে আসছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.