--- বিজ্ঞাপন ---

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ৫০ লাখেরও বেশি মানুষের চোখের চিকিৎসা হয়েছে

অনুদানের চেক গ্রহণকালে অধ্যাপক ডা. রবিউল হোসেন

0

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন দিল আফরোজা চৌধুরী। হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দিল আফরোজা চৌধুরী তাঁর প্রয়াত স্বামী ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের আজীবন সদস্য আনোয়ারুল হক চৌধুরী নামে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন,আনোয়ারুল হক চৌধুরীর তিন কন্যা সামিহা চৌধুরী, সাইমা চৌধুরী, সাইকা চৌধুরী প্রমূখ।
চেক গ্রহনকালে আর্ন্তাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, চক্ষু রোগীদের চিকিৎসার মাধ্যমে তাদের অন্ধত্ব নিবারণ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে ১৯৭৩ সালে অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমূখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চট্টগ্রাম চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে এর প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে অর্ধকোটিরও বেশি মানুষের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সিইআইটিসি। প্রতিবছর গড়ে চার লাখ রোগীকে সেবা দিচ্ছে হাসপাতালের দক্ষ চিকিৎকরা। এছাড়াও ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিয়ে অন্ধত্ব নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাসপাতালের এক ঝাঁক চিকিৎসক। তিনি বলেন, হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে। রোগীদের কল্যাণে আনোয়ারুল হক চৌধুরীর নামে দিল আফরোজা চৌধুরীর এই অনুদান চলার পথে পাথেয় হয়ে থাকবে। অধ্যাপক ডা. রবিউল হোসেন রোগীদের কল্যাণে এভাবে সমজের বিত্তবানদের অংশগ্রহন কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিটি চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে সেবার মনোভাব থাকায় প্রতিদিন শত শত রোগী সেবা পাচ্ছে। যার ফলে হাসপাতালটি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে চিকিৎসা সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি হাসপাতালের সেবামূলক কর্মযজ্ঞকে আরো এগিয়ে নিতে সবার অংশগ্রহন কামনা করেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.