--- বিজ্ঞাপন ---

সাগরিকা রোটারি ক্লাবের আয়োজনে ক্রিকেট কার্নিভাল শেষ হয়েছে

0
চট্রগ্রাম শহরে অবস্থিত রোটারি ক্লাব সমুহের সন্তান আর রোটারেক্ট, ইনটারেক্টরদের নিয়ে তিন দিন ব্যাপী ক্রিকেট অনুশিলন ক্যাম্প  চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ শেষ হয়েছে। শুক্রবার কর্ণফুলী লাভার্স, হালদা ফাইটার্স, আর শংখ ওয়ারিয়রর্স নিয়ে দিনব্যাপী ম্যাচের ফাইনালে খেলে হালদা আর শংখ। টি টেন ম্যাচে প্রথমে ব্যাট করে শংখ ওয়ারিয়রর্স । তারা বিরাশি রানের টার্গেট দেয়। জবাবে হালদা দশ ওভার ব্যাট করে ৬৭ রান করে।  টুর্নামেন্ট এ সেরা ব্যাট্সম্যান হন ইসমাম, সেরা বোলার রাসিন আর সেরা খেলোয়াড় আনিস।
সাগরিকা রোটারি ক্নাবের আয়োজনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন পিডিজি অধ্যাপক ডঃ তৈয়ব চৌধুরী। সকালে টুর্নামেন্টের শুভ সূচনা করেন সাগরিকা রোটারি ক্লাবের সভাপতি রাশেদুল আমিন, চিটাগাং প্রাইম রোটারি ক্লাবের সভাপতি ডাঃ বিদ্যুৎ বড়ুয়া । ম্যাচ শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম প্রেস ক্লাবের সভাপতি  আলী আব্বাস, বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ এর সাবেক ফাস্ট লেডী ফারজানা হক রুপসা, সাবেক লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান পিপি শহীদুল্লাহ চৌধুরী, রোটারিয়ান পিপি মনিরুজ্জামান, পিপি আজিজুল হক,পিপি নুর মোহাম্মদ, জোনাল কো-অর্ডিনেটর বোরহান উদ্দিন, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ফাহিম, এসিস্টেন্ট গভর্নর জসিম উদ্দিন, রোটারিয়ান সভাপতি আবদুর রাজ্জাক, সভাপতি আলী আজগর, রোটারিয়ান মোশারফ, রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল, রোটারিয়ান ইমতিয়াজসহ, আরো অনেক রোটারি নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.