--- বিজ্ঞাপন ---

দক্ষিণ কোরিয়া স্পেশাল রিএন্ট্রি (কমিটেড) ১০ জনের তথ্য এখনও মিলেনি

0

স্পেশাল রিএন্ট্রি (কমিটেড) ৪২ জন প্রার্থীর ডকুমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বোয়েসেল কতৃপক্ষ কিছুদিন আগে প্রচার করে। জরুরী ভিত্তিতে এদের যাবতীয় তথ্য চাওয়া হয়। যেগুলো কোরিয়া সরকার বোয়েসেল এর কাছে চেয়েছে। এ ৪২ জনের মধ্যে ৩২ জন তাদের তথ্য দিলেও বাকি ১০ জনের তথ্য এখনও পাওয়া যায় নি। এ ব্যাপারে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বোয়েসেল থেকে জানানো হয়,  সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে স্পেশাল রিএন্ট্রি ৪২ জন প্রার্থী থেকে ইমেইলে ([email protected]) পিডিএফ ফরমেট একটি ফাইলে (সর্বোচ্চ ৩০০ কেবি সাইজ) নিম্নবর্নিত প্রমাণাদি চাওয়া হয়েছে:
(ক) দক্ষিণ কোরিয়া থেকে আগমন (arrival) তারিখ-এর সিলসহ পাসপোর্ট কপি ও
(খ) এয়ার টিকেট-এর কপি
বোয়েসেল-এর নোটিশ মোতাবেক অদ্যাবধি ৩২ জনের প্রমাণাদি পাওয়া গেছে। অবশিষ্ট নিম্নবর্ণিত ১০ জন এখনও সঠিক নিয়মে উপর্যুক্ত প্রমাণাদি প্রেরণ করেনি। নিম্নবর্ণিত ১০ জন প্রার্থী প্রদত্ত লিংকের নমুনা অনুযায়ী অদ্য ইমেইল প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইমেইল প্রেরণের সময় অবশ্যই Subject/বিষয়-এ বর্ণিত BDরেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। নির্দেশনা মোতাবেক উক্ত কার্যাদি সম্পন্ন করতে কোনো প্রার্থী ব্যর্থ হলে এ দায়বার বোয়েসেল নিবে না।
1. BD32020000371 HALDER SUMON
2. BD32020000396 FARUK OMAR
3. BD32020000586 MOLLAH MOHAMMED UZZAL
4. BD32021000019 HOSSAIN MD MOSARRAF
5. BD32021000042 ALAM DIDARUL
6. BD32021000097 BANGSHI BABULAL RAJ
7. BD32021000120 HASSAN RAKIBUL
8. BD32021000135 KABIR MD HUMAUN
9. BD32021000138 AMIN MD RIJVEE
10. BD32021000147 RANA PERVES

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.