রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলস এর উদ্যোগে দরিদ্র চক্ষু রোগীদের চোখ পরীক্ষা ও ছানি অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর নগরীর পাচঁলাইশস্থ সেভরন হাসপাতালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে বেশ কয়েকজন রোগীর প্রাথমিক চিকিৎসাসহ ছানি অপারেশন করা হয়। হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে রোগীদের চিকিৎসা দেন।
রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলস এর সভাপতি রোটারিয়ান মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারির প্রাক্তন গর্ভনর রোটারিয়ান তৈয়ব চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, ক্লাব সচিব রোটারিয়ান আবছার উদ্দিন চৌধুরী, এসিসট্যান্ট গর্ভনর রোটারিয়ান জামাল উদ্দিন, নির্বাচিত সভাপতি রোটারিয়ান আহমেদ মুনির উদ্দিন, ক্লাব কোষাধ্যক্ষ রোটারিয়ান সুজন কান্তিসহ বিভিন্ন রোটারিয়ানবৃন্দ।
সেভরন হাসপাতালের চিকিৎসক শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে চক্ষু রোগীরা সার্বিক চিকিৎসা পান।