--- বিজ্ঞাপন ---

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌদির শীর্ষ কর্মকর্তার বৈঠক

0

সৌদি আরবের Saudi General Authority of Foreign Trade (SGAFT) এর Acting Governor His Excellency Mr. Mohammed bin Abdulaziz Al-Abdul-Jabbar এর সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বুধবার বৈঠক করেছেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) এর ৫০ তম পূর্তি উপলক্ষ্যে আগামী মার্চের ১১-১২ তারিখে ঢাকায় আয়োজিত “বাংলাদেশ বিজনেজ সামিটে” সৌদি আরবের অংশগ্রহণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিপাক্ষিক ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে এসময় আলোচনা হয়।
এ সময় দূতাবাসের মিশন উপ-প্রধান আবুল হাসান মৃধা, ও ইকনমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.