--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামে দু’দিন ব্যাপি রোটারী জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডাঃ মইনুল ইসলাম মাহমুদ নতুন গর্ভনর (২০২৫- ২০২৬) নির্বাচিত

0

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে চট্টগ্রামে দু’দিন ব্যাপি রোটারী জেলা সম্মেলন শনিবার শেষ হয়েছে। রোটারী ক্লাব অব চট্টগ্রামের আয়োজনে এ সম্মেলনে এক হাজারেরও বেশি রোটারীয়ানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্রাকের চেয়ারম্যান হোসাইন জিল্লুর রহমান।

দু’দিনের অনুষ্ঠানে ‘ব্রান্ডিং বাংলাদেশ থ্রো রোটারী’ শীর্ষক আলোচনায় পিডিজি দিল নাশিন মহসিন, ‘ইয়থ এডুকেশন এন্ড রিসার্চ’ বিষয়ে পিডিজি অধ্যাপক তৈয়ব চৌধুরী, ‘আওয়ার ফাউন্ডেশন’ শীর্ষক আলোচনায় আইপিডিজি আবু ফয়েজ খান, ‘সোশ্যাল সিকিউরিটি ইন আওয়ার ডেইলি লাইফ’ শীর্ষক আলোচনায় চট্টগ্রামের পুলিশ কমিশনার শ্রী কৃষ্ঞ পদ রায়, সেভ আওয়ার এনভায়রনমেন্ট’ বিষয়ে পিডিজি বেলাল উদ্দিন আহমেদ, ‘ইন্সপিরেশনাল স্পিস’ শীর্ষক আলোচনায় পিডিজি মনজুরুল হক চৌধুরী, ‘ডাইবারসিটি, ইকুইটি এন্ড ইনক্লুশান শীর্ষক আলোচনায় পিডিজি অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, রোটারী এন্ড মেন্টাল হেলথ্ শীর্ষক আলোচনায় ডিজিএন এএইচএম ফয়সল আহমেদ আলোচনায় অংশ নেন।

সম্মেলনে আগামী জেলা গভর্নর প্রকৌশলী মতিউর রহমান তার বক্তৃতায় বলেন,  ‘আশা করি এ সম্মেলনের ধারাবাহিকতায় আগামী ২০২৩-২০২৪ সালও সেবার মাধ্যমে জেলা ৩২৮২ অনন্য নজির স্থাপন করবে। তিনি বলেন, আমরা প্রস্তত আছি। আগামী রোটারীর নতুন বছর শুরুর দিনক্ষন সামনে এগিয়ে আসছে। গভর্নর হিসেবে আমি সবার সহযোগিতা কামনা করছি।’

সম্মেলন সফলভাবে শেষ হয়েছে উল্লেখ করে জেলা রোটারী সচিব রোটারিয়ান শাহজাহান বলেন, ‘আমরা রোটারিয়ানদের কাছে কৃতজ্ঞ। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রোটারী ক্লাব অব চিটাগাং একটি সফল সম্মেলন উপহার দিয়েছে। তিনি বলেন, এ সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় ১১’শ রোটারিয়ান অংশগ্রহণ করেন। আমরা চেষ্টা করেছি, বিভিন্ন টপিকস এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের রোটারীকে তুলে ধরতে। এ উদ্যোগের পেছনে ডিজি রোটারিয়ান রুহেলা খান সবসময় নানা বিষয়ে পরামর্শ দিয়ে এবং ব্যাক্তিগতভাবেও সক্রিয় ছিলেন। বিগত কয়েক বছরের প্রায় সকল সাবেক জেলা গর্ভনর সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।’

শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় বহুল আকাংখিত জেলা গর্ভনর নির্বাচন। নির্বাচনে বিপুল ভোটে রোটারি ক্লাব অব চিটাগাং এর সাবেক সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ রোটারি আন্তর্জাতিক জেলা -৩২৮২ বাংলাদেশের “জেলা গভর্নর ” ( ২০২৫ -২৬) নির্বাচিত হন।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.