--- বিজ্ঞাপন ---

সুসাইডাল ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান

0

ইরানের সামরিক বাহিনী (আইআরসিজি) সাম্প্রতিক সময়ে একটি শক্তিশালী কামিকাজে সুসাইডাল ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানা নিউজের দেয়া তথ্যমতে, মিরাজ-৫৩২ নামের এই অত্যাধুনিক কামিকাজে ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ ৪৫০ কিলোমিটার এবং এটিকে যে কোন প্লটফর্ম থেক খুব সহজে ও অল্প সময়ের মধ্যেই রেডি করে শত্রু পক্ষের টার্গেটের দিকে নিক্ষেপ করা যায়।

পিস্টন ইঞ্জিন চালিত এই ড্রোন কিন্তু একমুখী আক্রমণাত্মক কমব্যাট এরিয়াল সিস্টেম। এটি ১২ হাজার ফিট উচ্চতায় টার্গেটের দিকে উড়ে গিয়ে নিজেই সুসাইডাল এ্যাটাক করে বসে। এটি আকাশে একাধারে ৩ ঘন্টা উড্ডয়ন করার উপযোগী করে ডিজাইন করেছে ইরান। এটি সর্বোচ্চ ৫০ কেজি ওজনের হাই এক্সপ্লুসিভ ওয়ারহেড বহন করে একেবারে নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে সক্ষম। বেশ স্বল্প খরচে তৈরি মিরাজ-৫৩২ কামিকাজে সুসাইডাল ড্রোন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এবং এটিকে এমনকি যে কোন গাড়ি থেকেও লঞ্চ করা যায়। মোট কথা ড্রোন টেকনোলজি ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে বিশ্বের সেরা মাত্র ৫টি দেশের মধ্যে নিজের যোগ্য স্থান করে নিয়েছে ইরান ও তুরস্ক। ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ইরানের তৈরি কমব্যাট ড্রোন ব্যাবহার করে যাচ্ছে রাশিয়া। এক্ষেত্রে ইরান ও তুরস্ক কিন্তু বর্তমানে চীনের মতো সুপার পাওয়ার দেশকেও অনেক আগেই ছাপিয়ে গেছে। কিছু আন্তর্জাতিক সামরিক গবেষণামূলক থিংক ট্যাংকের দেয়া তথ্যমতে, ২০২০ সালের হিসেব অনুযায়ী ইরানের অস্ত্র ভান্ডারে আনুমানিক ২০ হাজারের কাছাকাছি শর্ট এন্ড মিডিয়াম রেঞ্জের ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইলের মজুত রয়েছে। তার পাশাপাশি প্রায় ৪ হাজারের কাছাকাছি কমব্যাট এন্ড সুসাইডাল ড্রোনের বিশাল মজুত রয়েছে। তাছাড়া রাশিয়ার কাছে ইতোমধ্যেই প্রায় হাজারের অধিক বিভিন্ন সিরিজের এডভান্স ড্রোন সরবরাহ করেছে। যার অধিকাংশ কিন্তু পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত করেছে।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.