বোতলে ৫০ বছর আগের চিঠি!

সাগরতীরে হেঁটে বেড়াচ্ছিল নয় বছরের বালক জো এলিয়ট। হঠাৎ ভেসে এল একটি বোতল। কৌতূহল হলো জো এলিয়টের। বোতলটি তুলে নিল। আরে, বোতলের ভেতরে ওটা কিসের কাগজ। পুরোনো কাগজটি পড়ে জো খুবই অবাক। একটা চিঠি, তাও ৫০ বছর আগের! ৫০ বছর আগে কৈশোরের খেয়ালে নতুন কোনো বন্ধু পেতে চিঠি লিখেছিলেন পল গিলমোর। বোতলে ভরে অজানা বন্ধুর উদ্দেশে সাগরে ফেলেছিলেন সেই চিঠি। অনুরোধ ছিল, চিঠি যার হাতে পড়বে, তাকে দিতে হবে উত্তর। এরপর পেরিয়ে গেছে কত বছর! বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার নয় বছরের শিশু জো এলিয়টের হাতে পড়ে সেই চিঠি। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সাগরসৈকত থেকে বোতলে ভরা সেই চিঠি পায় জো। পরদিনই চিঠির লেখককে খুঁজে বের করে ফেলে জো। চিঠিটি লেখা হয়েছিল ১৯৬৯ সালের ১৭ নভেম্বর। ১৩ বছর বয়সের পল গিলমোর ওই চিঠি লিখেছিলেন। ভারত মহাসাগরে ভাসমান জাহাজ থেকে পল গিলমোর চিঠিটি ফেলেছিলেন। চিঠিতে জাহাজের অবস্থানও জানানো হয়। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রিনমান্টেল এলাকা থেকে এক হাজার মাইল পূর্বে ওই জাহাজের অবস্থান ছিল।

Comments (০)
Add Comment