‘বস’, বিক্রি হলো ৩৭ লাখে

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ও বাংলাদেশে বেড়ে ওঠা ব্রাহ্মণ জাতের ষাঁড় ‘বস’ রেকর্ড ৩৭ লাখ টাকা মূল্যে বিক্রি হয়েছে। এর ওজন প্রায় ১,৪০০ কেজি । ‘ব্রাহ্মণ’ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গরুর জাত। বৃহস্পতিবার ঢাকায় এক গার্মেন্টস ব্যবসায়ী গরুটি কিনে নেন। ‘বস’ ষাঁড়টি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় এবং রাজধানী ঢাকার উপকণ্ঠে একটি খামারে লালন-পালন করা হয়। আর এবার এটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশের সবচেয়ে দামী পশু হয়ে ওঠলো। একই ফার্মে পালিত আর একটি মার্কিন ব্রাহ্মণ ষাঁড়ের নাম দেয়া হয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকা ‘মেসি’র নামে। গরুটি বিক্রি হয়েছে ২৮ লাখ টাকায়, যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ দাম।

Comments (০)
Add Comment