গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন নিষিদ্ধ , রয়েছে ক্ষতিকর ‘জেনোটক্সিস নাইট্রোসায়ামান’

রেনিটিডিন। একটি ওষুধের নাম। গ্রামে-গঞ্জে বহুল প্রচারিত গ্যাস্ট্রিকের ওষুধ বললে যে কেউ চিনে নেন। বাংলাদেশে যে কটি ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে রেনিটিডিন অন্যতম। দীর্ঘ বছরের পর বছর ধরে বাংলাদেশের সাধারন মানুষ এটি খেয়ে আসছে। এই ওষুধটি হঠাৎ করে মানুষের আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে। ভারত বর্ষে এটি নিষিদ্ধ করার পর রবিবার থেকে বাংলাদেশেও নিষিদ্ধ করা হলো। ওষুধ অধিদপ্তর  রেনিটিডিনের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেন।

Comments (০)
Add Comment