আফগানিস্তানের কাবুলের সামরিক বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতি বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে সাধারণত জঙ্গি গোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেটই এ জাতীয় হামলা চালিয়ে থাকে।

হামলা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই বেসামরিক নাগরিক। এছাড়া আহত ১২ জনের মধ্যেও পাঁচজন বেসামরিক রয়েছে। আফগানিস্তানে ইউরোপের আদলে এই সামরিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যারা তরুণদের প্রশিক্ষণ দেন তাদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে এটি বরাবরই জঙ্গিদের হামলার শিকার হয়েছে। এর আগে গত বছরের মে মাসে এই বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট।###১১.২.২০২০

Comments (০)
Add Comment