উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংবিধান দিবস উদযাপন

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যদার সাথে জাতীয় সংবিধান দিবস উদযাপন করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তারা। বক্তারা বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উজবেকিস্তানের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাঙ্গালী জাতি চিরকাল স্মরণ করবেন। স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সংবিধান প্রণয়নে অসামান্য অবদান রেখেছেন বঙ্গবন্ধু। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার কম সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধান প্রণয়ন সম্ভব হয়েছিল।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।##

উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাসরাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম
Comments (০)
Add Comment