খলিল চৌধুরী, সৌদি আরব থেকে #
আরবি নতুন বছর ১৪৪৪ ১লা মুহাররাম শুরুতে সৌদি আরবের মক্কা অবস্থিত মুসলিম বিশ্বের নাবিক খ্যাত মসজিদুল হেরাম ঘিরে বায়তুল্লাহ কা’বার গত বছরের পুরোনো গিলাফ পরিবর্তন করে চলতি বছরের জন্য নতুন গিলাফ স্হাপন করেন। গত ২৯ জুলাই শুক্রবার বাদে এশা নামাজের পর পর গিলাফ বদলানোর কাজ শুরু করের হেরাম কর্তৃপক্ষ।
আরবি নতুন বছর ১রা মুহাররাম ১৪৪৪ তথা ৩০ জুলাই শনিবার দিবাগত রাতে প্রায ১টার সময কাজ শেষ হয।
এদিকে, পবিত্র কাবা’র গিলাফ বদলানোর অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে মসজিদুল হারামে আসছেন পবিত্র মক্কা-মদিনা আর হারাম শরিফদ্বয়ের প্রধান ইমাম শেইখ আবদুল রহমান আল সুদাইস।
উল্লেখ্য ,ইমাম আব্দুল রহমান আল সুদাইসের নেতৃত্বে দেড়শরও বেশি ব্যক্তি গিলাফ পরিবর্তনের কাজে অংশ নেয়ার কথা। এই গিলাফ ” দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসওয়া ” কাবার গিলাফ প্রস্ততকারক প্রতিষ্ঠান।#