--- বিজ্ঞাপন ---

পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে মালয়েশিয়া হাইকমিশন

0

মালয়েশিয়াতে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া ফেসবুক পেজের মাধ্যমে প্রবাসীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন বলে সূত্র জানায়। এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইপো, জহুর বারু, তেরেনগানু, কুচিং মুয়র ও পেনাং এর যারা এপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের পাসপোর্ট সংগ্রহের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৭-২৪ এপ্রিল পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য যারা Ipoh, Johor Bahru, Terengganu, Kuching,Muar, Penang হতে এপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসে যোগাযোগ করুন ।

উল্লেখ্য গত ০১ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১১ ঘটিকায় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রমের পাইলট প্রজেক্টের শুভ উদ্বোধন হয় ।

দূতাবাসের ঠিকানা হচ্ছেঃ Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia hi, check on this delivery slip number, MYS200000506350। এ ব্যাপারে হাইকমিশন পেজ এ বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। https://www.facebook.com/bdhckl

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.