--- বিজ্ঞাপন ---

ভারত-ইসরাইলের যৌথ প্রযুক্তির বারাক-৮ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম

0

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৭ই মার্চ ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম (এমআরএসএএম-আর্মি) সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। মুলত ভারতের এমআরএসএএম-আর্মি এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত ও ইসরাইলের যৌথভাবে তৈরি বারাক-৮ ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়েছে।

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দুটি বারাক-৮ ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করে আকাশ পথে আগত দ্রুত গতির এরিয়াল সিস্টেম আকাশেই ধ্বংসের মাধ্যমে এর প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে নেয়। মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমটি কার্যত ভারতের পক্ষে ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং অন্যদিকে ইসরাইলের পক্ষে রাফায়েল এডভান্স ডিফেন্স সিস্টেম যৌথভাবে ডিজাইন এবং তৈরি করে। এটি (এমআরএসএএম-আর্মি) ভারতের সেনাবাহিনীর নিজস্ব চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়েছে

ভারতের মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বারাক-৮ ইন্টারসেপ্টর মিসাইলের ওজন ২৭৫ কেজি এবং এতে একটি ৬০ কেজি ওজনের হাই এক্সপ্লুসিভ ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এর সর্বোচ্চ গতি ২-৩ ম্যাক। বারাক-৮ এর দৈর্ঘ্য ৪.৫ মিটার এবং ডায়ামিটার ০.২২৫ মিটার। এটিতে ১টি ধোয়াবিহীন ডুয়েল ফেজ রকেট ইঞ্জিন ইনস্টল করা হয়েছে। এর অপারেশনাল রেঞ্জ ৭০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উচ্চতায় আগত শত্রু পক্ষের যে কোন ড্রোন, মিসাইল, যুদ্ধবিমানসহ যে কোন এরিয়াল সিস্টেম আকাশে কার্যকরভাবে ধ্বংস করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। ভারত এর আগে তাদের নেভাল প্লটফর্ম আইএনএস কোলকাতা এবং আইএনএস কোচি যুদ্ধজাহাজ থেকে বারাক-৮ ইন্টারসেপ্টর মিসাইল টেস্ট ফায়ার সম্পন্ন করেছে।

গাইডেন্স সিস্টেম হিসেবে বারাক-৮ ইন্টারসেপ্টর মিসাইলে টু-ওয়ে ডাটালিংক গাইডেন্স সিস্টেম, এক্টিভ আরএফ সীকার এবং আইআইআর সিস্টেম ব্যবহার করা হয়েছে। ভারত আসলে তাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি বিশ্ব মানের করে গড়ে তুলতে ইতোমধ্যেই প্রায় ৫.০০ বিলিয়ন ডলার ব্যয় করে এই নিজস্ব প্রযুক্তির মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সার্ভিসে আনতে।

বর্তমানে ভারত এবং ইসরাইলের পাশাপাশি আজারবাইজান ও মরক্কো এই ডিফেন্স সিস্টেমটি অপারেট করে। তাছাড়া সাম্প্রতিক সময়ে জার্মানী, পোল্যাণ্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কলাম্বিয়া এবং ফিনল্যাণ্ড মিডিয়াম রেঞ্জের এই সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রয়ের প্রবল আগ্রহ প্রকাশ করেছে।#

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.