-- বিজ্ঞাপন ---

‘স্কাইট্র্যাক্স’ এর দৃষ্টিতে বিশ্বের সেরা এয়ারলাইনস কাতার এয়ারওয়েজ

0

সিরাজুর রহমান, বিশেষ প্রতিবেদক##

যুক্তরাজ্য ভিত্তিক ‘স্কাইট্র্যাক্স’ চলতি বছরের জুনে বিশ্বের সেরা ১০০টি এয়ারলাইনস (ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড) ঘোষণা করে। তাদের রিসার্চ ও র‍্যাংকিং অনুযায়ী চলতি ২০২৪ সালের বিশ্বের সেরা ও প্রথম স্থানীয় এয়ারলাইনস পরিষেবা সংস্থা হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক কাতার এয়ারওয়েজ। আর কাতার এয়ারওয়েজ গত ২০২৩ সালের তালিকায় ছিল বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানে।

আসলে উন্নত যাত্রীসেবা, টাইম শিডিউল মেইনটেইন, উন্নত কেটারিং এবং আধুনিক এয়ার প্যাসেঞ্জার এন্ড কার্গো ফ্লিটের উপর ভিত্তি করে স্কাইট্র্যাক্স (মূলত ইনফ্লাইট রিসার্চ সার্ভিসেস নামে পরিচিত) প্রতি বছর বিশ্বের সেরা এয়ারলাইনস সংস্থা নির্বাচন করে ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ঘোষণা করে। এটি হল একটি যুক্তরাজ্য-ভিত্তিক এয়ারলাইনস কনসালটেন্ট এন্ড রিসার্চ অর্গানাইজেশন। যার সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।

‘স্কাইট্র্যাক্স’ এর রিসার্চ এন্ড র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানীয় এয়ারলাইনস হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস। যেটি কিনা গত ২০২৩ সালে ছিল প্রথম শীর্ষ স্থানে। তাছাড়া এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স তৃতীয় স্থানে, জাপানের এনা অল নিপ্পন এয়ারওয়েজ চতুর্থ স্থানে এবং হংকং ভিত্তিক ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ বিশ্বের সেরা এয়ারলাইনসের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

এদিকে বিশ্বমানের যাত্রী পরিবহনের সেবায় জাপান এয়ারলাইনস ষষ্ঠ স্থানে এবং তুরস্কের তার্কিস এয়ারলাইনস সপ্তম স্থানে রয়েছে। এই প্রেস্টিজিয়াস তালিকায় তাইওয়ানের ইভা এয়ার অষ্টম স্থানে, এয়ার ফ্রান্স নবম স্থানে এবং সুইজারল্যান্ড ভিত্তিক সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস রয়েছে ১০ স্থানে। তাছাড়া দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ারলাইনস ১১ তম স্থানে এবং চীনের হাইনান এয়ারলাইনস ১২ তম স্থানে রয়েছে।

তবে মজার বিষয় হলো যে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও উচ্চ মাত্রায় প্রযুক্তি সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশের এয়ারলাইনস শীর্ষ দশে জায়গা করে নিতে পারেনি। যদিও সারা বিশ্বে ব্যবহৃত যাত্রী পরিবহণ বিমানের মধ্যে আমেরিকার বোয়িং কর্পোরেশনের তৈরি বাণিজ্যিক যাত্রী পরিবহণ বিমান বাজারের ৪৩.৬% শেয়ার দখল করে রেখেছে।

দক্ষিণ এশিয়ার কোন এয়ারলাইনস বিশ্বের শীর্ষ ১০ জায়গা করে নিতে না পারলেও ভারতের ভিস্তারা এয়ারলাইনসের নাম কিন্তু বিশ্বের শীর্ষ ১৬তম এয়ারলাইনস হিসেবে নিজের যোগ্য স্থান করে নিয়েছে। গত ৩০শে আগস্ট টাটার মালিকানাধীন ‘ভিস্তারা’ ঘোষণা করেছে যে, তারা চলতি ২০২৪ সালের ১২ই নভেম্বর এয়ার ইন্ডিয়ার সাথে একীভূত হবে। এই তালিকায় আবার ভারতের অন্যান্য সেরা এয়ারলাইনসের মধ্যে ‘ইন্ডিগো’ ৫২ তম স্থানে এবং ‘এয়ার ইন্ডিয়া’ ৯০ তম স্থানে রয়েছে।

২০২৪ সালের শুধু অঞ্চল ভিত্তিক দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস এর মধ্যে ভারতের ভিস্তারা প্রথম স্থানে, ইন্ডিগো দ্বিতীয় স্থানে, এয়ার ইন্ডিয়া তৃতীয় স্থানে এবং শ্রীলঙ্কান এয়ারলাইনস রয়েছে চতুর্থ স্থানে। তার পাশাপাশি আকাশ এয়ার পঞ্চম স্থানে, স্পাইসজেট ষষ্ঠ স্থানে মালদ্বীপ এয়ারলাইনস সপ্তম স্থানে রয়েছে।

আর্থিকভাবে ঋণগ্রস্ত ও দেউলিয়া প্রায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনসের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। যদিও পাকিস্তান সরকার তাদের জাতীয় বিমান পরিষেবা সংস্থা নিলামে ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে কিংবা বিক্রি করে দিতে যাচ্ছে। তাছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নবম স্থানে এবং এয়ার-ব্লু এয়ারলাইনস রয়েছে দশম স্থানে। তবে বাংলাদেশের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইনস দক্ষিণ এশিয়ার এই শীর্ষ ১০টি এয়ারলাইনসের মধ্যে নিজের স্থান করে নিতে পারেনি।##

তথ্যসূত্রঃ স্কাইট্র্যাক্স (ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড)।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.