-- বিজ্ঞাপন ---

কমব্যাট ড্রোন থেকে সরাসরি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্ক!

সিরাজুর রহমান,বিশেষ প্রতিনিধি#

তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং জায়ান্ট ‘বায়কার’ সাম্প্রতিক সময়ে তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি বায়রাকতার আকিনসি (Bayraktar AKINCI) কমব্যাট ড্রোন (ইউসিএভি) থেকে পরীক্ষামূলকভাবে ব্যালেস্টিক মিসাইল ফায়ার করেছে। মূলত আকেনসি-বি/সি ড্রোন থেকে টিআরজি/আইএইচএ-২৩০ ব্যালেস্টিক সুপারসনিক মিসাইল দিয়ে এই ফায়ার টেস্ট সম্পন্ন করা হয়।
যা কিনা একেবারে নিখুঁতভাবে ১৫৫ কিলোমিটার দূরত্বে সুনির্দিষ্ট টার্গেটে হিট করে এক নতুন যুগের সূচনা করে। তাছাড়া কমব্যাট ড্রোন থেকে সরাসরি ব্যালেস্টিক মিসাইল ফায়ার করে প্রথম কোন ব্যালেস্টিক মিসাইলবাহী হেভি কমব্যাট ড্রোন হিসেবে নিজের যোগ্য স্থান করে নিয়েছে বায়রাকতার আকিনসি কমব্যাট ড্রোন।
তুরস্কের রকেটসান কোম্পানির তৈরী টিআরজি/আইএইচএ-২৩০ ব্যালেস্টিক সুপারসনিক মিসাইল হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির গাইডেড এয়ার টু সারফেস স্টাইক মিসাইল। যার অপারেশনাল রেঞ্জ প্রায় ১৫০ কিলোমিটারের অধিক হতে পারে। এটি একটি ৪২ কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহন করে।
তাছাড়া তুরস্কের ড্রোন ম্যানিফ্যাকচারিং বায়কার কোম্পানির তৈরি বায়রাক্তার ‘আকিনসি’ কমব্যাট ড্রোন হচ্ছে মুলত হাই অল্টিটিউট এণ্ড লং ইন্ডিউরেন্স কমব্যাট ড্রোন (ইউসিএভি)। যেটিকে মুলত আকাশের অত্যন্ত উচ্চতায় উড্ডয়নের পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত আকাশে তার কমব্যাট মিশন পরিচালনা করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
এটি হচ্ছে বিশ্বে সার্ভিসে থাকা অন্যতম বৃহৎ আকৃতির কমব্যাট ড্রোনগুলোর মধ্যে একটি। যা কিনা এয়ার লঞ্চড বেসড স্ট্যান্ড অফ ক্রুজ মিসাইল (এসওএম) বহন ও হামলার করতে সক্ষম। এটি থেকে এমনকি স্বল্প সক্ষমতা ও ওজনের নিউক্লিয়ার ওয়ারহেড সমৃদ্ধ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব হবে বলে আগেই প্রকাশ করেছিল তুরস্ক।

এর দৈর্ঘ্য ১২.৫ মিটার, দুই ডানার মাঝের দূরত্ব ২০ মিটার এবং উচ্চতা ৪.১০ মিটার। এর ম্যাক্সিমাম টেকঅফ ওয়েট ৫,৫০০ কেজি। আকিনসি-বি সিরিজের কমব্যাট ড্রোনে দুটি ইউক্রেনের মোটর সিচ কোম্পানির তৈরী ইভশেঙ্কো প্রগ্রেসের তৈরি ৭৫০ হর্স পাওয়ারের এআই-৪৫০টি টার্বোপ্রোপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদিও সর্বশেষ আপগ্রেড ভার্সন আকিনসি-সি সিরিজের কমব্যাট ড্রোনে ৮৫০ হর্স পাওয়ারের দুটি শক্তিশালী টার্বোপ্রোপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
এটি ভূমি থেকে সর্বোচ্চ ৪৫ হাজার ফিট উচ্চতায় (সার্ভিস সিলিং) উড্ডয়ন করতে পারে। এর সর্বোচ্চ গতি হচ্ছে প্রতি ঘণ্টায় ৩৬১.১৪ কিলোমিটার এবং ক্রুইজ স্পিড ২৮০ কিলোমিটার। তাছাড়া এর পরীক্ষিত অপারেশনাল রেঞ্জ ৭,৫০০ কিলোমিটার।
এটি একবার জ্বালানী নিয়ে আকাশে একটানা ২৪/২৫ ঘন্টা পর্যন্ত কমব্যাট মিশন পরিচালনা করতে সক্ষম। আর বর্তমানে ড্রোন প্রযুক্তির বিচারে আকিঞ্চির ৩৬১.১৪ কিলোমিটার গতিকে অনেকটাই বেশি গতি সম্পন্ন এরিয়াল (ইউসিএভি) সিস্টেম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এভিয়নিক্স সিস্টেম হিসেবে বায়রাক্তার আকিঞ্চি কমব্যাট ড্রোন (ইউসিএভি) এ নিজস্ব দেশীয় প্রযুক্তির (এইএসএ) রাডার, ইলেকট্রনিক্স সাপোর্ট পড এবং সাইট এণ্ড স্যাটালাইট কমিউনিকেশন সিস্টেম, এসানসাল কমন এপারচার টার্গেটিং সিস্টেম এবং ইলেকট্রনিক্স ওয়ারফার সিস্টেম ইনস্টল করা হয়েছে।
আবার এই ড্রোনের মেরিটাইম স্টাইক সক্ষমতা যাচাই করলে দেখা যায় যে, এটি বাস্তবিক অর্থেই অনেক লাইট যুদ্ধবিমান থেকেও এগিয়ে রয়েছে। এটি অনেকটা স্টিলথ ক্যাপাবিলিটির হওয়ার জন্য শত্রু পক্ষ খুব সহজেই একে ডিটেক্ট করতে পারবে না। তাছাড়া উন্নত এভিয়নিক্স সিস্টেম হিসেবে (এইএসএ) রাডার সিস্টেম, ডাটা লিংক সিস্টেম এবং ইলেকট্রনিক্স ওয়ারফার পডের সাহায্যে অত্যন্ত দক্ষতার সাথে সমুদ্রে থাকা শত্রু পক্ষের যুদ্ধজাহাজ ডিটেক্ট করতে সক্ষম।
এই কমব্যাট ড্রোনের ৬টি হার্ড পয়েন্টে মোট ১,৩৫০ কেজি পর্যন্ত মিসাইল, গাইডেড এণ্ড আনগাইডেড মিসাইল ও বম্বস বহন করতে পারে। তাছাড়া ক্রুজ মিসাইল বহন করার পাশাপাশি এয়ার টু এয়ার মিসাইল হীটে আকাশেই শত্রু পক্ষের যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার সক্ষমতা তুরস্কের এই কমব্যাট ড্রোনটিকে বিশ্বের বুকে একটি শ্রেষ্ঠ কমব্যাট ড্রোনের স্থানে নিয়ে গেছে। কমব্যাট ড্রোনটিতে তুরস্কের নিজস্ব প্রযুক্তির তৈরি এমএএম-এল, এমএএম-সি, জাভেলিন, এল-ইউএমটিএএস, বোজক, এমকে-৮১, এমকে-৮২, এমকে-৮৩, উইংড গাইডেন্স কিট (ইউপিএস) এমকে-৮২ ডিভাইসের পাশাপাশি গুলুকান, বোজডোয়ান এবং এসওএম-এ স্ট্যাণ্ড অফ ক্রুজ মিসাইল (এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল) দ্বারা সজ্জিত করা হয়েছে। তাছাড়া রকেটসানের তৈরি (এল-ইউএমটিএএস) এন্টি ট্যাংক মিসাইল এটিতে ইনস্টল করার সম্ভব।
এই কমব্যাট (ইউসিএভি)-কে এডভান্স অটোনোমাস (এআই) কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এটি অটোনোমাস রোবটের মতো নিজে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে এবং এটিকে স্বয়ংক্রিয়ভাবে টেকঅফ এবং ল্যাণ্ডিং করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
এই কমব্যাট ড্রোনের উৎপাদন খরচ বা আন্তর্জাতিক বাজার মূল্য কত হতে পারে কৌশলগত কারণে তার কোন তথ্য প্রতিষ্ঠানটি প্রকাশ না করলেও মনে করা হয় এর আনুমানিক উৎপাদন ব্যয় খুব সম্ভবত ১৫ থেকে ২০ মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। তবে ওয়েপন্স এন্ড ট্রেনিং প্যাকেজসহ এই জাতীয় ৬টি আকিনসি-বি/সি কমব্যাট ড্রোন, ২টি ল্যাণ্ড স্টেশনসহ আনুমানিক মূল্য হতে পারে প্রায় ১২০ মিলিয়ন ডলার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.