শ্রীলংকা সফর স্থগিত করেছে পাকিস্তান

নিউজ ডেস্ক: পাকিস্তান যুব দলের শ্রীলংকা সফর স্থগিত করেছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলার জেরে গোটা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড।

আগামী ৩০ এপ্রিল শ্রীলংকা যাওয়ার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। আর আগামী ৩ মে থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। তবে অনির্দিষ্টকালের জন্য সেটি স্থগিত করা হয়েছে।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সফরটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। লংকান ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটি নিয়েছে। এসএলসি কোনোরকম ঝুঁকি নিতে চাই না।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে এখনো সফরটির জন্য দরজা খোলা আছে বলে জানানো হয়েছে।

সফরে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। এজন্য করাচিতে গেল পাঁচদিন ধরে অনুশীলন করছে পাকিস্তান দল।

Comments (০)
Add Comment