সিঙ্গাড়া খেতে কে না ভালোবাসে। মুখরোচক এ খাবারটি সব বয়সের মানুষের প্রিয়। বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডার আসর জমাতে চা-সিঙাড়া-তেলেভাজার জুড়ি মেলা ভার! টোম্যাটো কেচাপে সিঙাড়া ডুবিয়ে তাতে এক কামড় না দিলে অনেকেরই সন্ধেটা যেন মাটি হয়ে যায়। এ দেশের গণ্ডি পেরিয়ে সিঙাড়া এখন বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে। তবে কখনও সোমালিয়ায় বেড়াতে গিয়ে সিঙাড়া খেতে চাইবেন না যেন। সে দেশে সিঙা়ড়ার ওপর রীতিমতো নিধেধাজ্ঞা জারি করেছে এক জঙ্গিগোষ্ঠী। সুতরাং সাবধান।