--- বিজ্ঞাপন ---

তিন হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, যুদ্ধের প্রস্তুতি ইরানের

0

ইরানের আল-কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ কথা জানিয়েছে।

নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে এসব সেনা পাঠানো হচ্ছে। এর আগে মঙ্গলবার বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সাড়ে ৭শ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও সেখান থেকেই সেনা পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কুয়েতে পাঠানো ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭শ সেনার অতিরিক্ত নতুন করে এসব সেনা মোতায়েন করা হচ্ছে।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.