--- বিজ্ঞাপন ---

কে হচ্ছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী, এগিয়ে ফুমিয়ো কিশিদা

0

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে শিনজো অ্যাবের পদত্যাগের পর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর নতুন নেতৃত্ব নির্বাচন আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এরপরেই দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় খুব স্বাভাবিকভাবেই দলীয় সভাপতিই পার্লামেন্টের ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নতুন প্রধানমন্ত্রী না পাওয়া পর্যন্ত অ্যাবের মন্ত্রিসভা-ই সরকার পরিচালনা করতে পারবে। কিন্তু তারা কোনো নীতি নির্ধারণ করতে পারবে না। নতুন প্রধানমন্ত্রী ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ অ্যাবের মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। তারপর আবার নতুন করে জাতীয় নির্বাচন হবে। জাপানে সাধারণত কোনো দলকে অন্তত এক মাস আগে নতুন নেতা নির্বাচনের ঘোষণা দিতে হয়। পার্লামেন্টে দলের সদস্যরা ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতারা দলীয় সভাপতি নির্বাচনে ভোট দেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা শাসক দল এলডিপি-র প্রবীণ নেতা ফুমিয়ো কিশিদা। প্রতিদ্বন্দ্বী তারো কোনো আপেক্ষিক ভাবে জনপ্রিয়তায় তাঁর চেয়ে এগিয়ে থাকলেও অল্প ব্যবধানে তাঁকে পিছনে ফেলে বুধবার এই জয় ছিনিয়ে নেন কিশিদাই।

অবশ্য প্রথমে জাপানের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছিলেন মন্ত্রিসভার সাবেক সদস্য ক্ষমতাসীন এলডিপির নেত্রী সানাই তাকাইচি। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এ নারী রাজনীতিক এটা আলোচনায় ছিল। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি এ খবরটি প্রকাশও করে জাপান টাইমসের।জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেরও সমর্থন পেয়েছেন।তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত। জাপানের জাতীয় প্রতিরোধ বাহিনী প্রতিষ্ঠার পক্ষে তিনি সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ১৯৯৩ সালে সানাই তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। কিন্ত পরে তিনি পিছু হঠেন।এছাড়া আছেন দলের উদারপন্থী নেতা ৬১ বছরের সেইকো নোডা।

জানা গেছে, বছর খানেক দায়িত্বে থাকার পর সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আজকের জয়ের পর সুগা-র উত্তরাধিকারী হিসেবে ৬৪ বছর বয়শি কিশিদার অভিষেক এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আগামী সাধারণ নির্বাচনে এলডিপি-র হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন কিশিদা।

জনগণের একটা বিরাট অংশের আপত্তি উপেক্ষা করে অতিমারি আবহে টোকিয়ো অলিম্পিক্সের আয়োজনে গা ভাসানোর জন্য জনপ্রিয়তা অনেকটাই ধাক্কা খেয়েছে শাসকদল এলডিপি-র। এর সঙ্গে জুড়ে গিয়েছিল অতিমারি পরিস্থিতির মোকাবিলায় বর্তমান সরকারের ব্যর্থতার অভিযোগ। এই প্রেক্ষিতে দলকে সামগ্রিক জয় এনে দেওয়ার দায়িত্বও এখন কিশিদার কাঁধেই বলে জানাচ্ছেন সে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তবে পার্লামেন্টে এলডিপি সংখ্যাগুরু। সেই নিরিখে চরম অঘটন না-ঘটলে কিশিদার প্রধানমন্ত্রী পদে উত্তীর্ণ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষেজ্ঞরা।উল্লেখ্য, গত বছরের প্রধানমন্ত্রী নির্বাচনে সুগা-র কাছে হেরে গিয়েছিলেন কিশিদা। তবে এ বার পদে এলে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ অতিমারির জেরে ধুঁকতে থাকা দেশের অর্থনীতির শক্ত হাতে হাল ধরা। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি প্যাকেজের প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছেন কিশিদা। যার মধ্যে অন্যতম, দ্রুত হারে জনগণের টিকাকরণের কাজ শেষ করা। তাঁর মতে, এমনটা করা গেলে আরও বেশি সংখ্যক মানুষ দ্রুত কাজে ফিরবেন। ফলে হাল ফিরবে অর্থনীতিরও।

৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।#

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.